শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
অমিত কাশ্যপ-এর কবিতা
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
অমিত কাশ্যপ-এর কবিতা
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
অমিত কাশ্যপ-এর কবিতা
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
অমিত কাশ্যপ-এর কবিতা
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
অমিত কাশ্যপ-এর কবিতা
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
অমিত কাশ্যপ-এর কবিতা
শুক্রবার, ২ জুন, ২০২৩
অমিত কাশ্যপ-এর কবিতা
রবিবার, ১৯ মার্চ, ২০২৩
অমিত কাশ্যপ-এর কবিতা
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
অমিত কাশ্যপ-এর কবিতা
সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
অমিত কাশ্যপ-এর কবিতা
রবিবার
মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
কবিতা : অমিত কাশ্যপ
শনিবার, ১ অক্টোবর, ২০২২
অমিত কাশ্যপ-এর কবিতা
নদীর গল্প
ঝমঝম রেলগাড়ি ছুঁয়ে আছে সেতুর মাথা
দূরে গ্রামীণ গন্ধ ভেসে আসছে সাবলীল
কিছু সরল প্রাণ মানুষ চলেছে প্রভাতকীর্তনে
আলপথ ভেঙে পথে নামছে দ্রুতগামী রোদ
সেতুর নীচে ঘুম ছেড়ে শুয়ে আছে যে নদী
সে কেমন নজর কাড়ে, সাবলীল ওই শুয়ে থাকা
নদীর অতীত ছিল অলংকার নিপুণ, রাজসিক
তার মনে এখন স্মৃতিচিহ্নটুকু লেগে আছে শুধু
ঘাট ছিল কোনো একটা, কোনো একটা জনপথ
মিশে ছিল নির্জনে কোনো একটা ভোরে
পরিত্যক্ত এখন, পরিত্যক্ত ঘাটের গল্প
প্রাচীন মানুষ শুনিয়ে শুনিয়ে ক্লান্ত এখন
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
অমিত কাশ্যপ-এর কবিতা
গোলোক বিহারী সরণি
শৌখিন মানুষ ব্রজগোপালবাবু
সকালে পরিপাটি চায়ে মুখ লাগিয়ে
বাজারের দিকে হাঁটা লাগান
বেছে বেছে জিনিস এবং দর করেন
সেদিন করমচার ওপর নজর যেতে
স্মৃতির দরজা যেন খুলে গেল
তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোভা দেখলেন
সাদার ওপর গোলাপী মিশ্রণ, কী চমৎকার
অনেক সময় ব্যয় করে ফিরলেন
তিনি নিজের অজান্তেই ব্যয় করলেন
কিছু করমচা ব্যাগের ওপর ভেসে উঠল
যেন স্মৃতির ওপরই ভেসে রইল
গোলোক বিহারী সরণিতে প্রবেশ করে
নিজেকে ভাগ্যবান ও বিজয়ী মনে হল
সোমবার, ১ আগস্ট, ২০২২
অমিত কাশ্যপ-এর কবিতা
সুপ্রভাত
দূরে আছি বলে সরে আছি, ভেব না
সুপ্রভাতে একজন ফুল দিয়ে লিখেছিল
হোয়াটসএ্যাপ কতকিছু কাছে করে
কবিতা কোথা দিয়ে হাজির হল হঠাৎ
সহকর্মী, না তো, আত্মার আত্মীয়
পুরনো দিনগুলো ভাসিয়ে দিল, ছবির মতো
অজস্র মুখের সারির ভেতর ভেঙে পড়া কাহিনি
দিনযাপনের আরেক নাম স্মৃতিভার
অনেক দিন পর পুরনো নামে কেউ ডেকে বসে
যদি চিনতে পারিনি বলে, এড়িয়ে যাই
যদি ভেতরে ভেতরে ম্লায় হই, আর দুঃখ পাই
তুমি ভুল বুঝবে, বা বলবে কিপ ইট অন
শুক্রবার, ১ জুলাই, ২০২২
অমিত কাশ্যপ-এর কবিতা
বর্ষাকাল
মেয়ের খাতায় সিনারি আঁকতে হবে, বর্ষাকাল
নানানভাবে মেঘ করা গেল, গ্রামের রাস্তা
চালাঘর, গাছ, দূরে মন্দিরের চূড়া, ধ্বজা
ইত্যাদি প্রভৃতি দিয়েও ভরতি করা গেল না
আমার সাতশো স্কোয়ারফিটের ফ্ল্যাটের মাথায়
যে আকাশ দেখা যায়, তাকাই, নরম বিকেল
দূরে বাচ্চারা বল খেলে মাঠে, বয়স্করা পায়চারী
আরও দূরে সুউচ্চ আবাসন আকাশ ছোঁয়
আকাশ এখন ছোট্ট একটা নীল চাঁদোয়া
নিচে রাস্তা, দুপাশে গাড়ির সারি, শপিং মল
শহরের বর্ষাকাল রাস্তার জমা জল আর
ব্যালকনি থেকে বাচ্চার হাতের কাগজের নৌকা
বুধবার, ১ জুন, ২০২২
অমিত কাশ্যপ-এর কবিতা
আজ আনন্দ
দুপুর গড়িয়ে বিকেল আসতেই সেই হলুদমাখা শহর
কতদিন দেখা হয়নি, বেরনই হয়নি
অনেক দিন পর, ভিড় যেন সেই আগের মতো
অফুরান, দ্রুততাও, সেই আগের মতো
যেন ফিরে যাচ্ছে ব্যস্ত প্রেমে
আজ অনেক দিন পর শহরের মন খুশি খুশি
যেন একটা অস্থিরতা লেগেছিল, থেমে গেছে
থমথমে, ভয় ভয়, ভয়ংকর কিছু ঘটেছিল
এখন আর নেই, মুহূর্তে পটপরিবর্তন, স্বাস্থ্যগাড়ির লাল সতর্কতা
এখন অনেক স্থিমিত, সেই কোণে কোণে যেন অদ্ভুত মুখোশের ছায়া
আজ আর নেই, কেমন শান্ত হয়ে গেছে পৃথিবী
এমনটাই তো আশা ছিল, এমনটাতেই তো আনন্দ ছিল