সমীরণ ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সমীরণ ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সমীরণ ঘোষ-এর কবিতা

স্যানাটরিয়াম

কালো রাস্তায় আমাদের চিৎকার 
লজঝরে মেঘের মেশিন
শুয়ে শুয়ে পাথর ভাঙছে
সুড়ঙ্গের ভেতর কেউ
পাখিপোষা করছে প্রাণপণ
গুলশন গুলশন আর 
জানলার কোকিলের লোহা
ফেরি হল গলাছেঁড়া মাংসের পুতুল
শতাব্দীর স্মৃতির তামাটে
লিপির নিকষ
গলির মুখস্থ রাত
সুরের নামতার আধবোজা 
কালো রাস্তায় চিৎকারের মুনিয়া 
লাল হাসপাতাল খুলছে

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সমীরণ ঘোষ-এর কবিতা

লাল হাসির গথিক

লাল মেয়েদের হাসি ধাক্কার ছায়ার পাথর
গথিকের অপরিসীম ডুমুরগাছের দেশ
পরিদের ব্রোঞ্জ শুধু কুয়াশার ধ্বনির রওনার
ইস্কুল বাজছে দূরে। কাটা ঘায়ে। মরা সুরের ফোয়ারায়
মেয়েদের লাল হাসি বন্দরের ডাকের স্ফটিক 
বরেলিবাজারের হ্রেষা। ঝুমকোর গিল্টি পড়ে যায়
মেয়েদের হাসির লাল লক্কড়ের লোহার জ্যোৎস্নার
জাহাজে হাড়ের ভোঁ খুনখুনে রাত্রি মাজছে অকাতর