একদিন ভোর হবে আর রোদের ডানায়
পালটে যাবে আমাদের গতিপথ
দৃশ্যের ভেতর জাদুবাস্তবতার দৃশ্য
হাতের ওপর ভর করে
জীবন শিখে নেয় সাপলুডোর ওঠানামা
মেঘের সন্ত্রাসে বানভাসিদের মুখে রাঁ নেই
বিরুদ্ধ স্রোত
পাঁকাল চাউনি
সকালের সেমিকোলন জুড়ে
বেদখল বাক্যবিন্যাসের একপ্রস্ত বেসুরো গান
এখন ভুল পান্ডুলিপির ছত্রে ছত্রে
নেহাতই হিসেব করে শ্বাস ফেলি...
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
বিবেকানন্দ বসাক-এর কবিতা
সোমবার, ১ আগস্ট, ২০২২
বিবেকানন্দ বসাক-এর কবিতা
দাবদাহ
দাবদাহে শরীর ও মন পুড়ে যাচ্ছে
আমি প্রতিটি আকাঙ্ক্ষার ভেতর লিখে রাখছি দহনবেলার গল্প
বোধের দরজায় এই যে তোমার উপস্থিতি
আজকাল টের পাই
তা তো অতীতের অ্যালবাম
ভেঙে পড়া চালাঘরের জীবন
অণু-পরমাণু ঘেঁটে তোমাকে দেখতে থাকি
আর আমার শরীরজুড়ে বেড়ে ওঠে দাবদাহ...
শুক্রবার, ১ জুলাই, ২০২২
বিবেকানন্দ বসাক-এর কবিতা
চলে গেলেই সব শেষ হয় না
চলে গেলেই সব শেষ হয় না
স্মৃতির চৌকাঠে থেকে যায় অসংখ্য পায়ের ছাপ
জারুলের বনে সেলফি তোলা মুহূর্তগুলি
মনের চোরাগলি বেয়ে থমকে দাঁড়ায়
বক্সাদুয়ারে হেঁটে চলার ক্লান্তি
লেপচাখার পাহাড়ি বাঁকে চাঁদের উঁকিঝুঁকি
একেকটা কথা সরে গেলেই
অতীত ঘেঁটে দৃশ্যের পর দৃশ্য জমতে থাকে...
রবিবার, ১ মে, ২০২২
বিবেকানন্দ বসাক-এর কবিতা
গল্পের ছক ভেঙে
ইউক্রেনে যুদ্ধ দীর্ঘায়িত হলে
লাশের সারিতে কোনও মানবতা থাকে না
ধ্বংসের ভেতর থেকে ইতিহাস উঁকি দেয়
প্রতিটি যুদ্ধের পাট ভাঙলেই
বেরিয়ে আসে বসনিয়া, ইরাক,
আফগানিস্তানের নিরীহ মানুষের মুখ
পাড়া, শহরের রাজপথ পেরিয়ে
যুদ্ধ কেবলই ধেয়ে আসে...