পার্থ সারথি চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পার্থ সারথি চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

দোলাচল

বসন্তের ঝরাপাতা
-  পুরনো স্মৃতি -
খোলস ছাড়ে- নব সাজের আশায়।

পলাশের শাখায়
- রক্তবর্ণের বন্যা -
হৃদয়ের আনন্দ - দিন বদলের অপেক্ষায়।

শিমুলের দীর্ঘছায়ায়
- ফ্ল্যাশব্যাকে শৈশব -
অনাবিল মোহ - না ফেরার ঠিকানায়।

প্রজাপতির ঝাঁক 
- উড়ন্ত যৌবন -
দমকা হাওয়া- ফাল্গুনের অভিমানী বেলায়।

 

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

ছবি

আয়নায় দেখা মুখচ্ছবি
চিনতে অসুবিধা হয়-
         এই তীব্র আলোতেও।

পাখিগুলো খাঁচায় নড়াচড়া করে
উড়ে পালাতে চায় আকাশে।
বৃষ্টিধারায় স্নাত হয়েও-
বুকের ময়লা যায় না। 

পাখিগুলো ইশারা করে-
মরুভূমির বার্তা বয়ে আনে। 
ঝাপসা হতে হতে ----
উধাও হয়ে যায় মুখচ্ছবি।

পাখি ডানা মেলে দিগন্তের দিকে।

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

বৃক্ষজীবন 

প্রতিটি গাছের গায়ে আমার 
                 শৈশব লেগে আছে।
গুঁড়িতে আছে পূর্বপুরুষের প্রাণ,
কোষের দুর্বার গতি, পাতা থেকে পাতায়
কি অনায়াসে, এক লহমায় পৌছে যায়।

মাটি থেকে উঠে আসা হাত 
আঁকড়ে ধরে আমার গাছজনমকে।
লুকোনো বীজ ছড়িয়ে দেয় 
নরম মাটির ওপরে, পরম সযত্নে।

যেদিকেই তাকাও, তাই আমাকেই দেখতে পাও।

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

বীজ

সময়ের অভিযানে আজ এলোমেলো-
ঘূর্ণিতে চলছে নির্মাণ-বিনির্মাণের খেলা,
প্রতিটি ছবির মাঝে লুকনো থাকে
                    এক করুণ বিরহগাথা;
গায়ে পারফিউম মেখে ভুলতে চেষ্টা করি
                    স্বভাবজাত দুর্গন্ধের দমক।

কালচক্রে বোনা থাকে বীজ-
আশা-আকাঙ্খার মহীরুহ হবে ব'লে।
জল, মাটি, আলো সবই তো অনুষঙ্গ 
ছবিগুলো কেবল বদলে যেতে থাকে---
            উজ্জ্বল আলোর আশায় 

দেওয়ালে ঝাড়পোঁছ শুরু হয়ে যায়

 

সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

চিরন্তন প্রেম

 

আলো কিছুটা ম্লান হয়ে আসে

কোন এক দুর্বল মুহূর্তে,

সময় কিছুটা ক্লান্ত হয়ে আশ্রয় খোঁজে 

বলিরেখার খাঁজে খাঁজে।

 

তোমায় তবু ডেকে যাইহে জীবন!

তুমি সাড়া নাই বা দিলে,

বাতাসে ভালোবাসার রেণু ছড়াই

যতই শ্বাসবায়ু কম পড়ুক!

 

তোমার ব্যর্থ প্রেমিক!

সমুদ্রতটে বালির প্রাসাদ গড়ি,

অনন্ত আকাঙ্খা আর আশা নিয়ে।

চিরন্তন।