দেবাশিস মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবাশিস মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

দেবাশিস মুখোপাধ্যায়-এর কবিতা

বসন্ত বিলাপ


১.

পলাশের কাছে তোমার সাইকেল

বাতাসে বাউল 

পথ এখানে নিয়ে আছে চৈত্রের ঘাম

কিছুই হয় নি লেখা

তবুও রোদের গায়ে কার স্বরলিপি

কচি পাতায় 

কে লিখেছে তার প্রথম বসন্তের গান 

 

২.

চুপ শব্দটা নিয়ে খেলা চলছে

এই ব্যালকনি কবে চাঁদের দেশ 

টবে টবে আলো গাছ 

নজর লেগে যায় 

কড়ি আঙুল কামড়ে নিলে তুমি

মুখে ঠোঁটে স্পর্শ করে গেল আকাশপুরুষ

তোমাকে দেখতে দেখতে

রাত্রি চোখ নামিয়ে নেয় 

 

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

দেবাশিস মুখোপাধ্যায়-এর কবিতা


বিকেল গড়িয়ে গেলে

১.

বিকেলের গায়ে এক ঘরবাঁধা আফসোস থাকে

হাজার শালিকের জোকার পেরিয়ে

চোখ খুঁটে নেয় এক পাগলকে

ওখানে আকাশ সিঁদুর পরে হাততালি দেয় 

সূর্যাস্ত টুপ হয় অন্ধ মেয়ের কুলুঙ্গিতে

 

২.

নির্জনতা সন্ধ্যার প্রিয় নাম

সুরের আঙুল ছুঁয়ে মায়াবী প্রদীপ

কেঁদে আগুন লাগায় এক বেহালা

নেশা ধরে গেলে লেখার টেবিল

বিলের গভীর দেশে খোঁজে মাছের চোখ 

আর ক্রমশ আঁশগন্ধ উসকে

 ঝিঁঝিঁদের সহবাস শীৎকার

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

দেবাশিস মুখোপাধ্যায়-এর কবিতা


মধুমালতী ডাকে আয়

 

দেয়াল আলো ক্রমশ টিকটিকি

আর একটা রাত এভাবেই সরীসৃপ শীর্ষক গল্প কিন্তু অমুদ্রিত মানে নিদ্রা কোজাগর কোজাগর ডাকে

 

খোলা ডানায় জানালা ওড়ে 

কোটি কোটি নক্ষত্রের বাসায় 

কালপুরুষকে খুলে দেয় শরীরের ভাষা

 

হিসেবের খাতা জলে চলে গেলে সংখ্যা হারানো প্রাপ্তি নিরুদ্দেশ

বিজ্ঞাপন লেখে আর সন্ধ্যা মুখার্জীর গান মধুমালতী ডাকে আয়

 

না এর ভিতরে প্রতিবিম্ব বোরখার হাসিতে ঝরনা বাজায় আর জায়গাগুলো শূন্য মুছে প্রিয় ইশারা সাড়া 

ফেলেছে আড়বাঁশিতে