অনিন্দ্য রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনিন্দ্য রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ জুন, ২০২৩

অনিন্দ্য রায়-এর কবিতা

প্রিয়তমা, 

তুমি কি শুয়েছিলে আমার পাশে

যখন  

মনোবিষাদে আমি মাথা পেতেছিলুম 

রেল লাইনে

তুমি কি বুকে টেনেছিলে আমার নিরাশ মুখ

যখন  

'প্রতিবাদী' মনীষীরা  কালাতঙ্কে মুখ ঘোরালেন ডাইনে


প্রতিশ্রুতি? তোমাকে চিনেছি  খুবই

মাস্তুল ভেঙে ঘটিয়েছ ভরাডুবি

হ্যামলেট সেজে বলেছিলে  'নট্ টু বি'


আমার আকাশ চিরে 

বিদ্যুতের মতো কেনো    

খেলো ছিনিমিনি

ছুঁতে গিয়ে কেঁপে উঠি : 

তোমাকে কি চিনি


বন্ধ কি হবে প্লিজ

স্মার্ট হাসি তীর্যক ছেনালি

কবে যে উধাও হবে 

মন নিয়ে সব বিকিকিনি

আবিষ্ট ঘুমের ঘোরে‌কেনো আমি 'লে উঠি :

তোমাকে কি চিনি

আবেগের স্রোতে কবে ধুয়ে যাবে চোখের -বালি


সমাজের রুক্ষ ইঁটে বিশ্বাসের সব ফাঁকে ফাঁকে

জীবনের 'নষ্ট শসা  পচা চালকুমড়ার' পাঁকে পাঁকে

ফুটে ওঠো তুমি 'য়ে

বিবাগী ভ্রমর-লুব্ধ 

নিভৃতের নীল পঙ্কজিনী


শুভদৃষ্টির রাতে 

নেচে-নেচে চোখের তারাতে 

অব্যক্ত বলবো আমি :

তোমাকে তো চিনি

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

অনিন্দ্য রায়-এর কবিতা

ইও-ইও প্রেম?

 

টুইটারে জানালে তুমি সারা বিশ্বকে  ––– 

     যে আমি বদমাশ।

পথে দেখা 'লে বললে :

     আই লাভ্ ইউ;

তোমারই মেঘ আর সূর্যে

'রে আছে আমার আকাশ।

 

ইও-ইও প্রেম নাকি  :

    দিন নিলে রাতও  পেতে হবে  –––  

        অমোঘ নিয়ম?

-প্যাকেজ ডীল্- আছে :

ধ্রুবতারা-দিশাহারা; অমরতা-যম?

একদিন সব কথা মাঝপথে

    ইউ-টার্ন 'রে যাবে ফিরে?

মরা মাছ যেমন সহজে

    ভেসে আসে উদাসীন তীরে?

 

সব প্রতিশ্রুতি খাবে রাম-ডিগ্বাজি?

 

ফেরাও, ফেরাও তবে সময়ের মুখ

কালের ফিরন্ত তীর মুছে দিক্ সমস্ত -সুখ

ফেরাও তাদের যারা উবে গেছে কোভিডে, ক্যান্সারে

কিম্বা হতাশ প্রেমে, বেকারীতে, স্রেফ্ অনাহারে

ফেরাও যে নিলো প্রাণ এড়াতে মৃত্যু কৃষি-ঋণে 

ফেরাও রিফিউজিকে  দেশভাগপূর্ব সুদিনে 

ইও-ইও প্রেমতত্ব মেনে নেবো আজই 

 

কাঁপিয়ে চোখের পাতা 

     বলো  তুমি  :  রাজি! 

 

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

অনিন্দ্য রায়-এর কবিতা

আর্টিফিশাল ইন্টালিজেন্স আমি

 

কৃত্রিম বুদ্ধিকে

 ​   ​ওরা বলে  :  .আই.  --

 সে সাজতে পারে আপনার

   ​   ​বস্, বন্ধু, এমনকি বেয়াই।

 গান গাইছেন?

 ​    ​মারবে সে সঠিক তেহাই।


কিন্তু প্রেমে হাবুডুবু খাওয়া

 ​  ​কি সে বুঝতে পারে?


সে কি দেখেছে কবির 

 ​  ​বোবা কলমের ফ্যালফ্যাল চোখ?

 সে কি জানে যে যুদ্ধ 'লো

 ​    ​রাজায়-রাজায় ব্রহ্মাস্ত্র-সম্ভোগ?

 সে কি মানে যে করুণ আকাশে

 ​    ​মেঘদূতের স্বপ্ন দেখানো

 ​         ​ঈশ্বরের বদ্ রোগ?


.আই.-এর অগ্নি তো

 ​  ​খাণ্ডবগ্ৰাস 'রে চলেছে

 ​      ​ডেটা, ডেটা, ডেটা   --

 আপনি জনতা, না কেউকেটা?

 আপনার ওটা চাই, না এটা?

 ডেটা- ধোঁয়ায় উবেই গেলো 

 ​   ​ধর্ষিত সেই তেরো-বছরের 

 ​     ​নিম্মবর্গ মে'টা!


আকাশ থেকে প্রেমকে শুষে নিয়ে

.আইআমায় রাখলো অন্ধকারে।