শনিবার, ১ অক্টোবর, ২০২২

অনিন্দ্য রায়-এর কবিতা

ইও-ইও প্রেম?

 

টুইটারে জানালে তুমি সারা বিশ্বকে  ––– 

     যে আমি বদমাশ।

পথে দেখা 'লে বললে :

     আই লাভ্ ইউ;

তোমারই মেঘ আর সূর্যে

'রে আছে আমার আকাশ।

 

ইও-ইও প্রেম নাকি  :

    দিন নিলে রাতও  পেতে হবে  –––  

        অমোঘ নিয়ম?

-প্যাকেজ ডীল্- আছে :

ধ্রুবতারা-দিশাহারা; অমরতা-যম?

একদিন সব কথা মাঝপথে

    ইউ-টার্ন 'রে যাবে ফিরে?

মরা মাছ যেমন সহজে

    ভেসে আসে উদাসীন তীরে?

 

সব প্রতিশ্রুতি খাবে রাম-ডিগ্বাজি?

 

ফেরাও, ফেরাও তবে সময়ের মুখ

কালের ফিরন্ত তীর মুছে দিক্ সমস্ত -সুখ

ফেরাও তাদের যারা উবে গেছে কোভিডে, ক্যান্সারে

কিম্বা হতাশ প্রেমে, বেকারীতে, স্রেফ্ অনাহারে

ফেরাও যে নিলো প্রাণ এড়াতে মৃত্যু কৃষি-ঋণে 

ফেরাও রিফিউজিকে  দেশভাগপূর্ব সুদিনে 

ইও-ইও প্রেমতত্ব মেনে নেবো আজই 

 

কাঁপিয়ে চোখের পাতা 

     বলো  তুমি  :  রাজি! 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন