সায়ন্তনী হোড় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সায়ন্তনী হোড় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সায়ন্তনী হোড়-এর কবিতা

মুহূর্তের শিলালিপি

হাওয়ায় বয়ে যাওয়া শিশিরের পাশে রাখা থাকে জমানো ক্ষত
কথাদের আলাপ আরো তীব্র হয়ে উঠলে
খুব শান্ত হতে ইচ্ছে হয়
পায়ে ছুঁয়ে থাকা জল
অপ্রত্যাশিত ঘটনার মতো গড়িয়ে পড়ে জীবনের ফুলদানিতে
ভীষণ নিশ্চুপ স্রোতের মধ্যে ঢুকে যায় একটা চিন্তিত মানুষ

বহুদূরে কাঁটাতারে আটকে থাকে হৃৎপিণ্ড
তখন রোঁয়া ওঠা পাতার এককোণে লেগে থাকে বিষণ্ণতার পালক।

 


স্বপ্ন

বকের রঙিন ডানা ছেয়ে গ্যাছে সুদূর গ্ৰামের শেষে
শুধু ভেসে ওঠে এইসব অস্তিত্বের কণা
শিরায় শিরায় লেগে থাকে বাদামী বিকেলের দিনলিপি ...

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সায়ন্তনী হোড়-এর কবিতা

শূন্যতার আলাপপর্ব

নুয়ে পড়া ঘাসের উপর শুয়ে আছে ফড়িং
আঁচলে বেঁধে রাখা অন্ধকার
ফেটে পড়ে জেগে থাকা সূর্যমুখীর উপর,
ছিটমহলের শহুরে আলাপে
ভেসে আসে হেমন্তের কথোপকথন

তোমাকে ডাকতে গিয়ে মেদহীন সমুদ্রের মতো ধ্বনি ক্ষয় হয়
শুধু বেঁচে আছি নখের কোণায় লেগে থাকা ভাতের সৌন্দর্যের মতো
একমুঠো গড়িয়ে পড়া জোনাকি দেখবো বলে ...