প্রজাপতি
চোখ-
চোখের কথা বলে
মুখ-
মুখের কথা
হাতের উপর হাত বসলে
সব স্বপ্ন,এক হয়ে যায়...
সর্গ
দূরত্ব বাড়লে
ততোধিক সুগন্ধ ছড়ায়...
ভেতরভরতি হু হু উদযাপন।
লাল,নীল পাথরে
তুচ্ছ ঘসতে ঘসতে
বেনিয়ম হৃদয়।
বাঁকা হাসিও
কুয়াশা ঘিরে প্রণাম জানায়।
তুমি সব
তুমিই পৃথিবী।
তোমাতেই ভালোবাসা বিরাজ করে...