নিখিলকুমার সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিখিলকুমার সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নিখিলকুমার সরকার-এর কবিতা

অনিত্য সরণি 

কাকচক্ষু হারিয়ে যাওয়া অভিমানী জল সমূহ প্রবাহ-চিহ্ন মুছে 
দূরে সরে গেলে, মাছেরাও বিষাদিত পাখনায়
রন্ধনপ্রণালী পেরিয়ে হারিয়ে যায় 

আত্মবিস্মৃত মোহজাল একাকী এলোমেলো পায়চারি করে 
পরিত্যক্ত তটে 

আমিষ-সাঁতার ভুলে ক্রমশ ধূসর হতে থাকে এই অনিত্য সরণি 

যশোদি থেকে যোজন-দূরের অস্পষ্টতায় ওই কারা যেন 
যশোদিকেই খুঁজছে, কোনও দিনই 
খুঁজে পাবে না জেনেও 

বিচ্ছেদশেষের শূন্যতায় সংগোপনে
বিরহ-উদযাপনে মগ্ন, বাংলাকবিতার চিরন্তন প্রেমিক-প্রেমিকা যত 

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিখিলকুমার সরকার-এর কবিতা

কুয়াশা ... 

সান্ধ্য কিচিরমিচির থেমে গেছে, ঘুমিয়ে পড়েছে সব পাখি ... 

বৃক্ষের দৃষ্টিতে বৃক্ষ দেখে নিচ্ছে ––– সবাই ফিরেছে কি না 
শীতের কুয়াশা নাকি পৌঁছে গেছে এই কলোনির
উদাসীন বাঁকে 
চির-রহস্যময় এমত কুয়াশায় পাখিদের 
নিজেকে হারানোর ভয় থেকেই যায়, বৃক্ষ জানে

কোনও ডালেই সদ্য বয়ঃসন্ধি পেরোনো সোনালিডানাকে তো
দেখা যাচ্ছে না ––– সে কি তবে পথ ভুলেছে 
ফিরতে পারেনি, নাকি ফিরতে চায়নি 
রোমাঞ্চকর নবীন কুয়াশার টানে বিদিশায়
উড়ে গেছে, উৎফুল্ল ডানায় 

মধ্যরাত্রি ... বৃক্ষ নিদ্রাহীন 

ঘরের ভেতর ঘরে ক্রমশ অস্থির বিনিদ্র অবিনবাবু
আত্মজা ফেরেনি এখনও, জানা যাচ্ছে 
তার অনির্ণেয় অবস্থান, অশনিসংকেতপ্রায় –––
পরিষেবা সীমার ওপারে, নট রিচেবল অচিন বাহির-কুয়াশায় 

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

নিখিলকুমার সরকার-এর কবিতা

সিন্ধুদর্শন ... 


বিন্দু 
সিন্ধুদর্শনে যাবে , কিন্তু 
কীভাবে তা সম্ভব 
বিন্দুর হাত-পা , ধড়-মুণ্ড
কিছুই তো নেই
বিন্দুমাত্র 
অনুভূতিপ্রবণ অস্তিত্ব 
সম্বল করে কখনো 
সিন্ধু পৌঁছোনো যায় নাকি –––
এসব কথা আমরা ভাবছি 
বিন্দু ভাবছে না

সে নিজেকে নিয়ে 
পেরিয়ে 
পাহাড়-পর্বত-ঝরনাজল
মেঘলাপ্রদেশ 
জনপদ-নির্জনতা
অরণ্য-প্রান্তর... অবিচল
বিন্দু বিন্দু পায়ে
এগিয়ে চলেছে ওই –––

বিন্দুতে সিন্ধুদর্শন নয় 
বিন্দুর সিন্ধুদর্শন 
 অবিশ্বাস্য অভিযাত্রা –––
সন্ধ্যাকালীন ব্রেকিং নিউজ
কাঁপছে  উত্তেজনায় 
বিতর্কসভায় পথ ভুলে
ভ্যাবাচ্যাকা যত বিদ্বজ্জন 

আত্মবিসর্জন 
অথবা 
 নির্বাণলাভে পরমযাত্রা
নাকি
 নিছকই প্রমোদভ্রমণ 
বিন্দুর কী অভিপ্রায়
কেউই 
বুঝতে পারছে না ঠিক

মনোরমা টি স্টলের 
সন্ধ্যা পেরিয়ে যাওয়া 
স্ফীত কৌতূহল 
ক্রমেই বহুমাত্রিক... 

 

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিখিলকুমার সরকার-এর কবিতা

রুমাল 

 

মাত্রাবৃত্তে বাঁধা 

মঞ্চের আলোয়

রুমাল 

চোখের নিমেষে 

এক খাপখোলা 

দুরন্ত বেড়াল 

 

কয়েক মুহূর্ত প্রকট

তারপরেই

আত্ম-অতিক্রমণীয়

সেই লাফ --- 

অদৃশ্য, মঞ্চের বাহিরের 

আবহমান

অনন্ত পয়ারে... 

 

বিস্ময়ে ত্রস্ত দর্শক

মুহূর্তে সবার

পকেটে হাত 

হাতের মুঠোয় ধরেছে 

প্রাণপণ, যে যার 

নিজস্ব রুমাল, আত্মকৃত

অপূর্ণ অর্জন ---

 

চৌকোয় বিন্যস্ত

অস্তিত্বের কয়েক পরত 

 

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নিখিলকুৃমার সরকার-এর কবিতা

রাক্ষস,  রূপকথার বাই-প্রোডাক্ট 

 

রাক্ষসের খিদে ... 

 

শরীরী কবি এগিয়ে আসে

ধরা দ্যায় 

আসক্ত রাক্ষস 

মুখ ব্যাদান 'রে

কবিকে মুখের ভেতর 

পুরে নেয়, তার ল্যাজা-মুড়ো

বুক-পেট, হাড়-মাংস, রক্তরস

পরমানন্দে চিবিয়ে 

চেটেপুটে খায় 

কবির ছিবড়ে পড়ে থাকে 

তার ঘরের ভেতর ঘরে 

জগৎ-সংসার

কিছুমাত্র টের পায় না 

 

উদরপূর্তিশেষে

রাক্ষস থাকে না রাক্ষসে

অঘোরে ঘুমোয়

ঘুমের ভেতর 

রাক্ষসের স্বপ্নে নিত্য

কবির পুনর্জন্ম হয়, যদিও

ভাইরাল ওই জন্মকান্না

গৃহপালিত হলেও রাক্ষসের 

অ্যানড্রয়েড স্ক্রিনে 

পৌঁছোয় না

 

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

নিখিলকুমার সরকার

 


আলো

 

কোম্পানিবাগানের আকাশে

ভোর আসে, আলো

স্বচ্ছ 

মখমল 

 

স্বচ্ছতার কোনও ধর্ম নেই, রং 

এককমাত্রার যুদ্ধ

অথবা

সুসমাচার

 

এবড়োখেবড়ো কলোনির ভোর

যোগচিহ্ন 

 ছড়ায় নিজেকে 

বহুমাত্রায়

 

হোঁচট খেতে খেতেও উঠে দাঁড়ায়

অসম্পূর্ণ ক্ষত-বিক্ষত

 যত অবয়ব 

লোককবিতায়