আলো
কোম্পানিবাগানের আকাশে
ভোর আসে, আলো
স্বচ্ছ
মখমল
স্বচ্ছতার কোনও ধর্ম নেই, রং
এককমাত্রার যুদ্ধ
অথবা
সুসমাচার
এবড়োখেবড়ো কলোনির ভোর
যোগচিহ্ন
ছড়ায় নিজেকে
বহুমাত্রায়
হোঁচট খেতে খেতেও উঠে দাঁড়ায়
অসম্পূর্ণ ক্ষত-বিক্ষত
যত অবয়ব
লোককবিতায়
অসামান্য।
অসামান্য।
উত্তরমুছুন