অমলেন্দু চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অমলেন্দু চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ জুন, ২০২২

অমলেন্দু চক্রবর্তী-র ঝুরোগল্প

এবার ১৯শের মন্বন্তর

কেমন যেন একটা অস্থির সময়।

যতদিন যাচ্ছে। অস্থিরতা বেড়েই চলেছে, প্রথমে সংক্রমণ আক্রান্ত সংক্রান্ত। কোভিট১৯ , পঙ্গপালের ফসলে আক্রমণ।তারপর সিয়াচেন লাদাখে বর্ডার গার্ড ব্যাটালিয়নের এল‌ওসি,গন্ধ গন্ধ যুদ্ধ মতো। ব্রীজ পথ পরিবহন বাঙ্কার সাঁজোয়া গাড়ি গ্রেনেড লঞ্চার কামান রকেট। সর্বদলীয় বৈঠক। এদিকে লকডাউন সব মিলেজুলে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। রোজগার "ঠপ"সরকারি সহায়তা ব্যাঙ্কএ্যাকাউন্টে- - - - এইসব কতদিন।সময় যেন এক্কেবারে থেমে গেছে। মিলি আর পলাশের বিয়ের ফাইনাল দিন ধরা হয়েগেছিল।জনতাকার্ফুর পরের দিনই লকডাউন। সেই যে শুরু হল বছরের মাস অতিক্রান্ত প্রায়।এক বান্ধবীর সঙ্গে যোগাযোগের আপ্রাণ চেষ্টা,এই অঞ্চলের‌ই। সব সময় যেমন সবার জন্য নয়। আবার কোন সময়‌ই কারো জন্য কখনও নয়। বন্ধুর যুক্তিকে পাথেয়ো করে কাজে নেমেতো পড়লাম কিন্তুক সময়ের ফোঁকর গোলে বেরোনো যাওয়া হচ্ছে না। মুখোশ নিয়েই বেরিয়ে পড়লাম  হাজিরা দিতে।

               --কি ব্যাপার যোগাযোগ করে একেবারে সাইলেন্ট মেরে দিলি যে,বড়।" প্রজ্ঞা হাসি হাসি মুখে আমার থুতনি ছুঁয়ে দিল।

                --এইটিই চাইছিলুম বলে।

                --তার মানে ?

                --সরাসরি কতদিন তোকে দেখিনি বল, খুব কাছে থেকে দেখতে ইচ্ছে করছিল তোকে। আমরা একক্লাসে পড়লে কিহয় ? তুই আমার চেয়ে বছর ছয়মাস ছোটোই হবি।" এইবার ওরদিকে সরাসরি তাকাই প্রজ্ঞা একটু বেশিই রোগা হয়েগেছে।ওর বর রঞ্জন বছর দশেক হল মারা গেছে। উশৃঙ্খল টাইপ ছিল, প্রজ্ঞাকে খুব টর্চার করতো। অথচ প্রজ্ঞা ধনি পরিবারের একমাত্র সন্তান প্রচুর সম্পত্তি। কেন যে এমন হয় ছেলে বৌ মেয়ে জামাই নাতি নাতনি। তবুও সেই প্রজ্ঞা  প্রজ্ঞাতেই আছে।একটা অজানা ভয় সর্বক্ষণ। ভান করতে জানালো না কোনোদিন। তবুও বললাম

                --ইসস এইজন্য তুই !!

                --আরে এই তো এলি, কতকথা জমা আছে সব একটা একটা করে। 

                --সে আরেকদিন হবে, যোগাযোগ করলিনা কেন ?

                 --আমি ওসব পারিনা রে !!

                --চেষ্টা কর এতদুর পড়াশোনা করে যদি বলিস পারিনা। লোকে হাসবে।আর যে কাজে এসেছি.... আগে আমার জন্য এক কাপ কড়ক্ চা করে আনতো।

                  --খুব চলবে।

                  

                               ক্রমশ কোরোনাকাল। ভাইরাস মহামারী, প্রথমেই মানুষ কে গ্রাস করতে শুরু করল।

করেন্টা‌ইন ফেরোত মানুষ গুলি পুনরায় অসুস্থ হয়ে পড়ছে। আইসোলেশনের ব্যবস্থা কমে আসছে। মৃত্যুসংখ্যা বাড়ছে।মাস্কে মুখ ঢেকে দুরত্ব বজায় রেখে। মুখপোড়া হনুর মতো মানুষে মানুষে অপরাধ বোধ। তবুও আমরা জোট বাঁধতে। চাই জোটবদ্ধ লড়াই করতে চায় অথচ দুরত্ব রেখে মৃত্যুমিছিল তাকিয়ে  দেখতে হচ্ছে এরই নাম পাপ। স্তব্ধ হয়ে গেল রেল রোড স্থল আকাশ যান বাহন  স্পর্শ করে দেখার অধিকার কারোও নেই। পৃথিবী জুড়ে বিজ্ঞানিরা ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত। সতেজ কেবল পশুপাখি বৃক্ষ আকাশ বাতাস। যারা নিজেদের মহাশক্তিধর ভাবতো তারা গৃহবন্দি অসহায়। পর্যাবরণ স্বচ্ছ হচ্ছে প্রকৃতি আবার সেজে উঠেছে, ব্যতিরেক মানুষ। অকাল সকাল বিকাল প্রয়াণপর্ব জারি আমার নিকটআত্মীয় স্বজনবর্গ একএক করে বেশ কয়েকজন মৃত্যু মিছিলে সামিল হল। অচ্ছুৎএর মত শবদেহ প্লাস্টিকের মোড়কে নির্জনস্থানে সবার অলক্ষে দাহ অথবা কবর। অন্তর নিহিত আর্তনাদ চিৎকার অন্তস্থলেই সমাহিত হয়ে যাচ্ছে। আর কতদিন আর কতদিন...... 


 

রবিবার, ১ মে, ২০২২

অমলেন্দু চক্রবর্তী-র ঝুরোগল্প

ঝিঙুর

অন্ধকার এগোয় 

একপা দুপা একপ্রহর দু'প্রহর 

ঝিঙুর যেনবা ঘুঙুর হয়ে বাজে 

পায়ে পায়ে

অমানিশা বর্ষা বৃক্ষস্নান

শব্দজলে এমন অম্লান।

____

শব্দ নির্জনতার সঙ্গি অনুভূতি অন্ধকার সয়, সময়ের অপেক্ষারত ধ্বনিতে। যে ধ্বনি ঝিঙুর হয়তো বা বন‌ইঁদুর গন্ধেশ্বরির। তবুও পদক্ষেপের পদচিহ্ন একা একদমই একা ডিসটেন্সিং প্রোটকল নিজের শ্বাসপ্রশ্বাসে, ইয়াদাস্ত ভ্যালুলেবেল একাকিত্বে স্মৃতির ঢাক্কুন আপনিআপ ভুরিভুরি কাটে।মহান গলোকধাঁধার পরিপাট্টের কানা'ওলিগলিতে ঠিক ততখানি উৎপাতের মতো উত্তাপ না ঘটলেও বাব্'লস একটি একটি ভরাডুবির স্ফুটনাঙ্ক। পদ্মডোবার বনসাইয়ে, ক্ষেপে ক্ষেপে বুলবুলি বাবুই ডুবকিস্নান সারে। ফুস ফুস করে ডানার তলাট জলধোই গৃস্মের ঠা ঠা দুপুরে কাক কোকিল মাছরাঙা সে অনেক পরিযায়ী।

                                                    ডানার বিস্তার টান্ টান্ টানা, যৌবনের নিরবচ্ছিন্ন বাঁশবনের চিলতে ফাঁকির অস্বচ্ছ অমোঘ আকাশ, সফেনসমুদ্রের শিমুলকাপস কিম্বা মহুলপলাশ।এই অনুশাসন হিন বৃক্ষের দাপটে জঙ্গল স্বচ্ছপ্রেমের পর্যাবরণ। স্মৃতির ঢাক্কুন অন্ধকারে গেস্টাপোর ভুড়ভুড়ি। টেরি সামন্য হলেওতো টেরি, সামন্য ট্যারা  হলেও ট্যারা। টেরির লক্ষী আছে।লক্ষীটেরি, ট্যারার নারায়ণ নাই। তাই বন্ধুরা তো বলেই দেয় দেড়চোখা। তো সেই অভিমানী টেরিকে অন্ধকারে বড্ড মনেপড়ে। উষ্ণস্পর্শেই জলাশয় তরঙ্গায়িত বাতাসের মতো থিরকান গভীর নিঃশ্বাস। অন্ধকার অত‌এব বিপরীত লিঙ্গের তড়িৎসঞ্চার, মায়াবী মায়াজাল তবুও দূর্নিভার।

পথভ্রষ্ট পথিকের, ভালোলাগে ঝিঙুরী গীত ঘুঙুরি নাচ্ ঝুমুরসঙ্গীত ঝিঙ্কুনাকু ঝিঙ্কুনাকু। ঝিঙুর আর ঝুমুর এক চৈত্র রাতের বিরোহি আত্মস্পর্শের জমিনি পয়দাবার। বড্ডো ছোঁয়াযায় একেঅন্যের দূখদর্দ্ এর দুনিয়া।

                                                                       দুখানি ডানাঝাপটানো পেঁচার মতো অন্ধকার চিরে। এক নেশাড়ি গন্ধের

আহ্বান। খলখল করা বেবুঝ জলাধারের গতীপ্রকৃতিতে সমুজ্জ্বল। আরো আরো ঘনায়মান সান্নিধ্যের মৌরশিপাট্টা,সংক্রামিত অতিন্দ্র রাত্রির প্রহর যাপন। মিটমিট করে অক্লান্ত রাতজাগা দুচোখ। ঘনায়মান বিপর্যয় দৌরাত্ম্য ইঙ্গিতে-আকারে যূগান্ধর।বেপর্দা হৈ হৈ এমন দাঙ্গাবাজ চোখদুই দাবড়িয়ে পরিবেশ গিলে ছবি। যে চোখ গভীর মায়ায় এমন সক্কর আমন্ত্রণ ঘাঁটিয়ে ঘুলিয়ে গভির -সুখ অহংকার কে দুমড়েমুচড়ে একসা ঘটাই। যে সঞ্চয় দূর্মুটপাথার পাতালে ঘাপটি ঘুমের শুস্কশিকড়ের অদ্ভুত অদ্ভুত আকৃতি জান্তব,যন্ত্রনা দেয়। আবার আবার ডানার পালক ফরফরিয়ে মুক্তবিহঙ্গের মতো অনন্ত বায়ুমণ্ডলের বিন্দুবিসর্গের চতুরন্ত ঘেরাটোপে সুখসারির বকম বকম। অদৃশ্য এক হারানো মেঘঝাউয়ে জলস্খলন। বার বার মাটি অথবা মধ্যাকর্ষণ। ছোঁয়া যা কখনো স্পষ্ট, স্পর্শের অনুভব রোমাঞ্চিত শিহরণ, আবার কখনো ধোঁয়া ধোঁয়া।

যারা বলে আবছা অদৃশ্যের অবয়ব হিনতার অস্তিত্বের কোন প্রভাব বিস্তার করে না। তা কিভাবে মেনে নেওয়া যায়।

     নাহ্ মেনে নেওয়া যায় না এরকম পরিবেশ‌ও

ভালোবাসার কভু কভু কারো কারো ক্ষেত্রে।

 

           কাস্তেচাঁদের দীগুন বাড়ন্ত

           পর্ণ'পুণির হুতাশ

           লাগত'লাগে খর্চে এবার

          সাজসজ্জার বাহার।

পালা করে চৈতার বিরহ চিৎকার কান্না জড়ায়

প্রাণে। স্বর ভাঙ্গা গড়ার মাঝে মাঝে।এমন‌ই তরঙ্গ তড়িতাহতের মতো দুচোখ ছাপিয়ে আসে। বসন্তের বেহাগ, গানগণিতের ইত্হাস ঘনাই বাহার বসন্তের জলা'য়। জীবণ ভূগোল জীবণ সাহিত্য আঁটকে কড়িবর্গার তলায় শুরুটা যেমন এগোই শেষের বিন্দুর লক্ষ্যে, ঠিক তেমনি শেষের লক্ষ্য‌ও শুরুর দিক্ ধরে। প্রকৃতির খেলা ঘরে, এমন‌ই খেলা চলতে থাকে সময়ঘিরে।