বাক্ নেই, শব্দ নেই। কয়েকটি চিত্রের যাতায়াত এক অশরীর চেতনায় জমা হয়।রাত্রি বেড়ে ওঠে, বাতাসের মৌতাত শুরু হয়। ভ্রমর আসে, তার দেহে মন্ত্রের গুনগুনানি। ধ্বনিময়।স্বপ্নের বিবরণ এঁকে দেয় সময়ের সুচারু ডানা...
স্তব্ধতার সামনে বসে থাকি, বিজন অরণ্য জুড়ে হেমন্তের সূর্যাস্ত নামে। পাখিদের গান থেমে যায়।সমস্ত জীবের ভিতর পুরনো নীরবতা।আলো জ্বলে, অসংখ্য জোনাকির নীচে জলাশয়- আমার বিম্বের গায়ে ফুটে থাকে বেদনার গাঢ় নিরঞ্জন... এই
উপত্যকা ধরে যতদূর হেঁটে গেলে নদী পাওয়া যাবে, আমি ততদূর হাঁটব না। নিজস্ব তরঙ্গ পথে ফুটে উঠছে জল।বায়ু। ভূমি।পৃথিবীর অনন্ত চঞ্চলতা ঘাঁটা শেষে মন্থনকে রূপ দিচ্ছি সহিষ্ণুতার। শরীর সমুদ্র হচ্ছে, সমস্ত মুহূর্তেরা মাছ...