রাজীব চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজীব চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

রাজীব চৌধুরী-র কবিতা


তৃষ্ণা

আগুনের ফুলকির মতো ওই যে চিলতে

 কাটা দাগ 

তোমার আমার ক্ষত, বিষণ্ণ গহ্বর

 

অবিরাম,অবিরত, অন্তক্ষরণে রত

ঘনবিষাদ

সুতো টেনে টেনে চলা, মৃত্যুর ফাঁদ

 

পাড় ভেঙে ভেঙে, পাড় ভেঙে ভেঙে

জেগে ওঠা ডাঙা, রোদ পোড়া কাম-রাঙা

সিঁদ কাটা চোর

 

উষ্ণতা, চুম্বন,শেকল ভাঙা দোর

যেন যক্ষের ধন

ঘন হয়ে আসা ছাওয়া,শিরায় শিরায় নিরন্তর

 

প্রতিটি অন্তে মিশে যাওয়া

যেমন জোছনা

মৃত ঠোঁট,যেমন গলে গলে পড়া,ভেজা সোহাগ


শনিবার, ১ জানুয়ারী, ২০২২

রাজীব চৌধুরী-র কবিতা

রাতের রজনীগন্ধা

তোমার যেখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল

সেখানে কি এখনো আছো ?

রাতের রজনীগন্ধা,কেন তবে এমন বিষাদ ঝরিয়ে বাঁচো

 

গন্ধ নিয়ে নাকে, দ্যুতি নিয়ে চোখে

গলতে গলতে হৃদপিণ্ড,আমিও হারিয়ে যায়

বাতাসে নিয়ত বুকজ্বলা বারুদের গন্ধ পাই

 

খড়খড়ি দিয়ে চোখ মেলে দেখি,বাইরে শত শত

রক্তাক্ত, পায়রার শব

ওদের মেরে ফেলার পেছনে,কার কোথায় কী ছিল মতলব

 

অতশত জানিনা,অতশত বুঝিনা

নৈঃশব্দ্যের গারদে শুধু টের পাই,আমার মতো তুমিও হারিয়ে গেছো

 

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

রাজীব চৌধুরী-র কবিতা


 অন্ধকার

অন্ধকার তুমি আমার শৈশব

চোখের কাজল

সজল নেত্রে করুণ, ডুকরে ডুকরে ওঠা

বুক ফাটা জল

 

 ক্ষীণ  আলো, মৃদু

জড়িয়ে ধরা আত্মছায়া

নিজেকে ভাঙলে যেটুকু

 দয়া আর মায়া, পড়ে থাকে

 

গড়তে গড়তে, ভেঙে ভেঙে পড়ে

তারাখসা,আর  ভাঙা যায় না

অন্ধকার, তুমি আমার নীরব

জেগে বসা

 

আজন্মকালের,সেই আড়াল

আগুন-সাধনা

 

সোমবার, ১ নভেম্বর, ২০২১

রাজীব চৌধুরী-র কবিতা


 প্রতিবিম্ব


প্রতারিত মানুষের মুখ দিনে দিনে  ছোট হয়ে আসে

বিকেলের পাতার মতো,স্তব্ধ , নেতিয়ে পড়ে

পাথর দিয়ে খুলিথেঁতলে,গুঁড়িয়ে দেওয়ার মতো 

লকলক করে বেড়ে ওঠা ছোবল,আগুন

ছড়াতে ছড়াতে চতুর্দিক,ঘিরে ঘিরে থাকে

 

খুলির পর খুলি গেঁথেশক্ত-ইমারত

নিচে বিষওপরে জলমধ্যিখানে অসুখ

যেভাবে জারণক্রিয়া পাতাল খুলে দেয়

ছায়ার হলহলেসামনে  এসে দাঁড়ায়

মেঘমলিন অন্ধকারে সংঘর্ষের পোড়া ক্ষত

 

লড়তে লড়তেনা-পেরে আর,প্রতারিত মানুষের মুখ

 ফুরিয়ে যাওয়ার জন্য,ক্ষয়াটেদিনে দিনে প্রস্তুত হয়ে আসে

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

রাজীব চৌধুরী-র কবিতা


প্রান্তিক

কবিতা লিখতে লিখতে ফুরিয়ে যাওয়ার সময় আসে

ফেলে আসা কাদামাটি,পথ ঘাটের কথা মনে পড়ে

রেলগাড়ির মতো চলেছে পিঁপড়ে,ক্ষত জুড়ানো আঠা

বৃদ্ধের ত্বক ছুঁয়েআবালের পানা ডোবানো দুপুর

 

নৌকোর গলুই ছুঁয়ে সূর্য ডুবে আসে,রাত্রির গন্ধ নিয়ে বাতাসে

উদ্বাস্তু চাঁদ পথহারালক্ষ্যহীন,ধুকে ধুকে তুমি কোন দেশে যাবে

এমন কি আছে কোনো দেশদু'দন্ড শান্তি জুড়োবে

মাটির সাথে জুড়ে জুড়ে থাকে মাটিপথের সাথে জুড়ে জুড়ে থাকে পথ

 

ছানি পড়া চোখেনদী টেনে নিয়ে চলে শোকতাপ বিজড়িত মহাকালের গাথা

ফাটলে ফাটলে  রক্তক্ষরণ হয়ঝিমিয়ে পড়েজোছনা ভেজা রথ


বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

​রাজীব চৌধুরী-র কবিতা


 পাতক

চোখের কোনায় কান্নার কালো জল

ঝিল্লির অন্ধকার ভেদ করে অসীমের পানে

মুকুলে রয়েছে রাংতা-স্বপ্ন,স্নাত বৃষ্টির ফোটায়

নিরহং নির্মোহ মাটি, শিকড়ে কেনো তবে এতো বিষ

পাতা কেটে কেটে, পাতা কেটে কেটে হরফ অক্ষর

স্ফটিক স্বচ্ছ হৃদয়-শোণিত গহ্বরের ভিতর

দমবন্ধ চুঁইয়ে পড়ে, ঘৃতাহুতির মতো ফেটে ফেটে যায়

আমরা কে কাকে কতোটা ভালোবাসতে পেরেছি জানিনা

এই নিগূঢ় অন্ধকারে একে অন্যের বিষ পান করে এখনো মরিনি

মঙ্গলবার, ১ জুন, ২০২১

রাজীব চৌধুরী-র কবিতা


 ভূতের বাড়ি


ভূতে বিশ্বাস নেই
তবু কখনো কখনো ভূতের বাড়ির
 ভাগ-বাটোয়ারা করতে আসে মানুষ
চক-খড়ি দিয়ে দাগ টানার মতো
সীমারেখা টেনে দিয়ে বলে -
'এইটে আমার, এইটে তোমার '

ওপর থেকে ভূতেরা তখন খিলখিল করে হাসে
নাকি সুরে প্রতিধ্বনিত, ব্যঙ্গ করে বলে
' এইটে আমার, এইটে তোমার..'
মাটির সব দাগ মুছে দিয়ে যায়

নিজের সীমানা খুঁজতে নাস্তানাবুদ হয় মানুষ
ভিত খুঁড়তে গিয়ে উঠে আসে কঙ্কাল
জল্পনা, কল্পনা,ষড়যন্ত্র, রাজনীতি তুঙ্গে ওঠে

মানুষ তবু মিলন দেখাতে ছাড়ে না
বুকে ভয়, মুখে মিলন
মিডিয়া এবং দেশবাসীকে দেখাতে
সবপক্ষ মিলে উঠোনে মাঝে মাঝে মিউজিক্যাল চেয়ার হয়

ভূতেরা গান করে, মানুষ ঘুরে বেড়ায়
গান বন্ধ হয়,সবাই এসে সিটে বসে পড়ে
কারণ যে একটি করে চেয়ার মানুষ সড়িয়ে রাখে
ভূতেরা প্রথম দিকে এসে রেখে দিয়ে যায়
ফলে কারো গদি কম পড়ে না
কারো ক্ষমতা কম পড়ে না
মিডিয়ার চোখে সবাই ধন্য হয়

ভূতেরা গান করে, মানুষ ঘুরে বেড়ায়
এবার উল্টো হয়, চেয়ারের বদলে
 ভূতেরা একজন করে মানুষ তুলে নিয়ে যায়
গান বন্ধ হয়, গদি কম পড়ে না
আবার খেলার নেশাও যায় না

হারিয়ে যাওয়া মানুষের জন্য মানুষের দুঃখ হয় না
ভূতেদের দুঃখ হয়, তাই তারা মানুষ তুলে নেওয়া বন্ধ করে দেয়
মানুষের লোভ ক্রমশ বাড়িয়ে দিয়ে
 একসময় সব চেয়ার সড়িয়ে নিয়ে যায়

ভূতেরা গান করতে থাকে
আর মানুষ পাগলের মতো হন্যে হয়ে নেশাগ্রস্ত
শুধু গোল গোল ঘুরে বেড়ায়...

শনিবার, ১ মে, ২০২১

রাজীব চৌধুরী-র কবিতা


 ঘর

একমাথা অন্ধকার নিয়ে বসে আছো আলোর সন্ধানে

মাটি আঁকড়ে তোমার মুখ,সূর্যমুখীর কান্না মনে করিয়ে দেয়

ছোট্ট একটা বাড়ি, ঘুলঘুলিতে এনে বাসা বেঁধেছে পাখি

ঘুরন্ত পাখার ডানা দেখা যায় না

তীর্যক রোদের গমন পথে উড়ে বেড়ায় অসংখ্য ধূলিকণা