বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

​রাজীব চৌধুরী-র কবিতা


 পাতক

চোখের কোনায় কান্নার কালো জল

ঝিল্লির অন্ধকার ভেদ করে অসীমের পানে

মুকুলে রয়েছে রাংতা-স্বপ্ন,স্নাত বৃষ্টির ফোটায়

নিরহং নির্মোহ মাটি, শিকড়ে কেনো তবে এতো বিষ

পাতা কেটে কেটে, পাতা কেটে কেটে হরফ অক্ষর

স্ফটিক স্বচ্ছ হৃদয়-শোণিত গহ্বরের ভিতর

দমবন্ধ চুঁইয়ে পড়ে, ঘৃতাহুতির মতো ফেটে ফেটে যায়

আমরা কে কাকে কতোটা ভালোবাসতে পেরেছি জানিনা

এই নিগূঢ় অন্ধকারে একে অন্যের বিষ পান করে এখনো মরিনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন