মেঘ জড়ানো ঘুমের মতো আজ সকালে
চেনা শহর সাজল যখন পাহাড়তলি
গুমরে থাকা সহজ ব্যথার অন্তরালে
বৃষ্টি ... তোমায় 'বৃষ্টি' ছাড়া আর কী বলি?
এক পেয়ালা চলকে ওঠা ধোঁয়ার তানে
পাহাড় থেকে নামছে ও' কি ঝর্না? পাথর?
ফোঁটার থেকে ফোঁটায় যারা ঝরতে জানে
কঠিন ভেঙে তারাই তো হয় অল্পে কাতর!
একফালি তার জানলা আবার একফালি ভুল
পাশের ডালে যেমন আসে অচিন পাখি
মেঘের কাজল মেঘের আঁচল মেঘ-খোলা চুল
এই শহরের পাহাড় তেমন রূপকথা কি?
শাওন নন্দী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শাওন নন্দী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
শাওন নন্দী-র কবিতা
এই শ্রাবণে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)