রিয়া চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রিয়া চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ অক্টোবর, ২০২২

রিয়া চক্রবর্তী-র কবিতা

রঙ্গমঞ্চ

 

জীবনের রঙ্গমঞ্চ থেকে

বাৎস্যায়ন পর্ব দূরে রাখি। 

কতডিগ্রী ফিরে তাকালে 

দর্শক প্রেমে ঘায়েল হবে –––

কতখানি ক্লিভেজ দেখালে

জেগে উঠবে ধ্যানমগ্ন বিশ্বামিত্র –––

চোখের কতখানি ঝড় তুললে –––

হৃদয়ে প্লাবন ডাকবে। 

 

অবাঞ্ছিত সব দরজা বন্ধ রাখি

লক্ষ্মী থেকে দুর্গা হয়ে উঠতে,  

অসুর বধের খেলায়

এইসব অপ্রয়োজনীয়।

 

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

রিয়া চক্রবর্তী-র কবিতা

প্রতীক্ষা 

 

ইচ্ছে তোমার, ইচ্ছে আমার

ইচ্ছে ভালোবাসার,

ইচ্ছে স্বপন, ইচ্ছে কাঁপন

ইচ্ছে কাঁদা হাসার। 

 

আমার তুমি ভীষণ প্রিয়

আমার বাঁচার আশা

হৃদয় থেকে  হৃদয় জুড়ে

আমার  ভালোবাসা

 

সন্ধ্যে এলে তুমিও এসো

দোলা লাগুক মনে

সেই আশায় গুনছি প্রহর 

স্বপ্নে জাগরণে

 

বৃষ্টি নামুক বৃষ্টি ঝরুক

আমার ভুবন জুড়ে।

হাতটা ধরে নিয়ে চলো

ভিজতে বহুদূরে।

 

সোমবার, ১ আগস্ট, ২০২২

রিয়া চক্রবর্তী-র কবিতা


স্বপ্ন

স্বপ্নে আমার পাহাড়পুরে বাস

ছুটছে দেখো পাহাড়ি এক নদী

বিষাদ নিয়েই কাটতো বারোমাস

তোমার সাথে দেখা না হতো যদি

 

তোমার শ্বাসে রাখা আমার শ্বাস

দুঃখ সবই সরছে দূরে দূরে 

জীবনজুড়েই তোমাকে বিশ্বাস 

মায়ার কুসুম যাকনা উড়ে উড়ে

 

তোমায় নিয়েই অহংকারী আমি

তারায় তারায় তোমারই ছবি আঁকি

ভালোবাসা জানি সবার চেয়ে দামী

ইচ্ছে ভীষণ জড়িয়ে তোমায় থাকি

 

তোমার পরশ আমার শরীর পেলে

উঠবে বেজে সারেঙ্গি সাত সুর

আকাশ কুসুম স্বপ্নে সাগর এলে

দুঃখ যত যাকনা বিষাদপুর। 

শনিবার, ১ মে, ২০২১

রিয়া চক্রবর্তী-র কবিতা

 

বিসর্জন 

 

রাতে প্রদীপের আলোয়

মৃন্ময়ীর চোখ এঁকে চিন্ময়ী

করেছিল যে পটলচেরা চোখের মেয়েটি -

 

আগমনীর সুর ছুঁয়ে যে 

অন্তঃস্বত্তা প্রতিজ্ঞা করেছিল কন্যাভ্রুণ

আর খুন হতে দেবে না,

 

এরা দুজনেই আজ খবরের শিরোনামে

দুজনের দেহই শহরের দুটো মর্গে রাখা আছে।

 

ডিজিটাল যুগে আগমনীর চেয়ে

 বিসর্জনের আর্তনাদ সুপার হিট।