পাপড়ি গঙ্গোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাপড়ি গঙ্গোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ অক্টোবর, ২০২২

পাপড়ি গঙ্গোপাধ্যায়-এর কবিতা

শূর্পণখা

অপরাধ তুমি করোনি তেমন কিছু
সুপুরুষ দেখে এসেছিল মুগ্ধতা
লাভ লোকসান হিসেববিহীনা ঋজু
প্রকাশ করেছ আর্তি ব্যাকুলতা।

জানতে না তুমি বংশের গতিবিধি,
বিবাহিততাতে ক্ষতি ছিল কী এমন?
বহুবিবাহের প্রচলিত ছিল রীতি,
কুমারী হৃদয় করেছ সমর্পণ।

কোন যুক্তিতে নাক কাটে লক্ষ্মণ?
সুপ্ত ইচ্ছে ছিল কি তোমাকে ঘিরে?
উপেক্ষা দিলে তুমি, রাবণের বোন,
তাই কি বজ্র নেমেছে তোমার শিরে?

শূর্পণখা রেউপজাতিদের  মেয়ে,
কাব্য মাখালো তোকে কলঙ্ক মসি,
উচ্চবর্ণ কুটিল তোমার চেয়ে
কাব্যকার তা চেপে গেছেরাক্ষসী।



 

রবিবার, ১ মে, ২০২২

পাপড়ি গঙ্গোপাধ্যায়-এর কবিতা

সেই দোল

সাদা শার্টের পুরুষটিকে
দিয়েছিলাম বিষ।
ভেবেছিলামসব বিষ শোষণ করে
হয়ে যাবে নীল।
নীলকন্ঠ বা কৃষ্ণ যে নামেই ডাকি
মিলবে উত্তর।

তার আগে কতজনকে রাঙিয়ে দিতে চেয়ে
দিয়েছিলাম প্রেম।
অথচ লাল হয়েছিল যৌথ যুদ্ধের রক্তপাতে।

সেই সমস্ত স্মৃতির বিষ নিয়ে
ছোবল দিয়েছি সাদা শার্টে 

অথচ,
সেই বিষ কী আশ্চর্য ম্যাজিকে
রবিন ব্লু হয়ে  তাকে করে দিল আরো সাদা।

আর,
রক্ত গোলাপ থেকে নীল অপরাজিতা হয়ে
আমিও ফিরে এলাম বেলকুঁড়ি দিনে।