মাহমুদ কামাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাহমুদ কামাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১ মার্চ, ২০২১

মাহমুদ কামাল-এর কবিতা

শর্তহীন আহ্বান


ভালো লাগে শর্তহীন আহ্বান

তবে স্বত্বহীন নয়

যা কিছু পরোক্ষ তা সত্তাহীন বলেই

অপরোক্ষ নদীর স্রোত

অনুদিত জীবন প্রবাহে।

ভালো লাগে প্রকৃত প্রকৃতি আর

কৃতি কৃতীর সমন্বয়

প্রকৃতি শর্তহীন হলে সেই স্বত্বে

প্রণোদিত পাঠ্যসূচি অতি দ্রুত

দ্রবীভূত দ্বিতীয় সত্তায়।