সুশীল হাটুই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুশীল হাটুই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

সুশীল হাটুই-এর কবিতা

 


গন্ধের স্লোগান


একটা  এলাচের ছাল ছাড়িয়ে জিবে
গন্ধের স্লোগান লিখলাম। আমার বুকপকেটে
কোনো গোধূলি নেই। আজ মেঘের
গর্ভপাতের আগেই জেনে গেছি, Woodcutter
মানে কাঠঠোকরা। ১৩ বার ত্রিভুজপুরাণ
পড়েছি। তবু মুদ্রাস্ফীতির অমাবস্যা নিয়ে
প্রশ্ন তুলিনি। আমি কি জল হতে পারিনি বলে
স্ট্রাপ ছেঁড়া বর্ষার কথা মনে পড়ছে ? একটা
প্রশ্ন জ্যামিতিবাক্স থেকে লাফিয়ে উঠছে,
মাছঘুড়ির বগলের বদবু কি বেড়ালদের
ঘ্রাণ শক্তির সিলেবাসে পড়ে? রক্তে লোহিত-
কণিকারা স্কিপিং করছে অথচ শ্বেতকণিকার বায়োডাটায় বরফঘুমের মিমিক্রি।
অনেকগুলো ফ্যাক্টর আমাকে ব্ল্যাকবোর্ড
বানাচ্ছে। তাই এলাচ ম্যাডাম পাখি হয়ে
গেল। দারুচিনি ভাই অন্ধকার ছুঁড়ছে।আর
লবঙ্গকুমারী... 

 


সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

সুশীল হাটুই

 


রঙিন মাছের রূপচর্চা

জামার বোতামগুলো নীচ থেকে
উপরে উঠছে, নাকি উপর থেকে নীচে নামছে,
এমন ভোঁতা কৌতূহল নিয়ে কখনোই
জেব্রাক্রসিং বিষয়ে জিরাফের ধারণা জানা
যাবে না, তবে এক-গ্লাস ইতিহাস পান করার
পর যখন আকাশে লিরিক্যাল চাঁদ ওঠে,
তখন অনেকগুলো দার্শনিক জানালা খুলে
যায়, আর বৃশ্চিকরাশির মেয়েরা ইডিপাসের
জুতোর শব্দ শুনে আলেকজান্ডারের নাম
জপ করে, তারই মধ্যে জলের ওপর অসংখ্য
বুদবুদ ঘুম আর জাগরণের ভিতর হারিয়ে
যাওয়া, একটি অবলুপ্ত অ্যাকোরিয়ামের
সন্ধান করে, যার সামনে বসে কিশোরী
আঁতোনেয়াত রঙিন মাছের রূপচর্চা
দেখতেন