শিশির আজম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিশির আজম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

শিশির আজম-এর কবিতা

শিশু যা পারে

ভেবে দেখেছি শিশুদের প্রতি অতো কনশাসনেস না দেখানোই ভাল
তুমিও তো শিশু ছিলে
আর বয়স বাড়তে বাড়তে আর রামপ্রসাদ আর শহীদ বেদিতে ফুল
আর মাছি মারা কেরানির ছেলে এখন মন্ত্রী হ্যা কত বড় হয়ে গেছ তুমি
কত বড়
পাঁচালী পড়া থামিয়ে এখন এই প্রশ্ন তো আমি করতেই পারি
অথচ দেখ কোন শিশুই নিজেকে নিয়ে ভয় পায় না
নিজের একটা চাঁদ বা একটা আগ্নেয়গিরির জন্য খুব সহজে
নিজেকে নিয়ে বাজি ধরতে পারে সে

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শিশির আজম-এর কবিতা

সিসিলির মাছি

গত সন্ধেয় এই ফিরোজা রঙের মাছিটা সিসিলি থেকে এসেছে
সারা গ্রাম ঘুরেছে
ইতোমধ্যে ও দুজন বয়ফ্রেন্ড যোগাড় করে ফেলেছে
আর খুশি থাকছে
দুজনার ভিতর ও কি কাউকে ভালোবাসছে
ও কি তাকে বিয়ে করবে
আচ্ছা সিসিলি দেশটা কোথায়

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

শিশির আজম-এর কবিতা

যখন তুমি থাকনা তখন বুঝি তুমি আছ

জামার পকেটে বাতাস
সন্ধ্যার আকাশ
হরিণ
আর সলমাজরিতে
লুকোচুরি

বিশাল স্টেশন কুয়াশার কারখানা
শীতের বাহিনী

তেরশো বছর আগে
বাড়ি-পালানো ফড়িং
স্বপ্নে মিশে যেত

কাজ আর গাড়িঘোড়া আর সুচারু টেবিল
হয়তো সহানুভুতি কিছু

অজানা আঁধার
চাঁদের ইস্পাত

পিপাসায় শুকিয়ে মরছে
নদী
শান্ত পৃথিবীতে
সজারু ঘুমায়