মানিক বৈরাগী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মানিক বৈরাগী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

মানিক বৈরাগী-র কবিতা

পুষ্পিত অন্ধকার

উজ্জ্বল উচ্ছল  উৎসবের বিজয় কেতন
আমাকে আর টানেনা
শুধু শবযাত্রা দেখি, বিষাদের চোখে।

নীলাম্বরী সড়কে প্রস্ফুটিত  রক্তজবার মতো
তুমি দাঁড়িয়ে থেকো, উন্নয়নের শাদা অন্ধকারে

সন্ধ্যার সোড়িয়ামের ভুতুড়ে  আলোয়
আমি
ল্যাম্পপোস্ট
হবো।

বিষাদের ভিড় যদি দাও ভালোবাসা
সহজেই দ্রবিভুত হবো নুনজলে।

অতঃপর

পুষ্পিতঅন্ধকার থেকে ধবধবে শাদা রজনীগন্ধার সুবাস ছড়াবেই।