পলাশ গঙ্গোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পলাশ গঙ্গোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

সংসার 

কিছু পাহাড় আছে আর আছে কিছু বন,বাবার মতোন 
কিছু জঙ্গল আছে তার পাশেই ছোট জলকোণ 
আমাদের নদী আছে সহস্র ধারায়, মায়ের মতোন 
আর আছে চাঁদ, সূর্য তারায় অনন্ত পর্যটন 

সুজলা-সুফলা জমি, পশু-পাখি-পতঙ্গকুলের গানে
এ পৃথিবী অবিনশ্বর থাকুক জন্মে, জন্মান্তরের প্রাণে 


মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

বাউল

এই আকর্ষণ আমার বড়ো প্রিয় 
এই হাসিখুশি কাপল্ আমার বড়ো প্রিয় 
ভোগ আর আভোগ গানের মতো শুনি 
হাতে একটা দোতারা, দেহতত্ত্বের বাণী 

'তুমি কেমন করে গান করো হে গুণি'

 

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

আসর

তুমি মজাতে চাও রূপে, পোশাকে, ঢং এ
সেও মজাতে চায় একতারায়, খমকে, সং এ

আমি তো সেই কবে থেকেই জমে জমে গলে যাচ্ছি 
সাগরে...

 

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

আপ্তকথা

চোখ বুজলেই অস্বাভাবিক কিছু দৃশ্যপট 
হাজির হয় আধোঘুমে
পরিচিতজন দুঃস্বপ্ন এড়িয়ে যেতে বলেন 
যাঁরা স্বাভাবিক জানেন 

তাঁদের কীভাবে বোঝাবো!
এইসব দৃশ্যযাপন কল্পনাতিত 
যা একান্তেই উদযাপন করতে চাই 
চোখ খোলা, সচেতন সংঘাতে অথবা মিলনে...

 

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

আত্মজা


আমার নাদব্রহ্ম ক্রমশ শুকিয়ে আসছে 

আর কিছু ভাবতে পারি না, চলাফেরা সামান্য যা 

প্রসূতিগারের পর থেকে যে আমায় দেখে চলেছেন 

আমি তাঁর দিকে চেয়ে দেখি 

বুঝতে পারি সে আমারই মতো প্রায় 

নাদব্রহ্ম পুরোটাই শুকিয়ে যাই নি যদিও,

তাঁর কান্না টের পাই 

জ্ঞান বোধি থেকে বুঝতে পারি মোহদ্বন্দ্ব, বিদ্বেষ, ভালোবাসা সে পেরিয়ে এসেছে এতদিনে 

 

রিপু বুঝি বিবেচনার জন্ম দেয়!

কান্না সে তো সহজাত ...

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

ভিত্তি 

দেওয়ালে দেওয়ালে ঘুণ পোকা 
শোকেসে, র‍্যাকে ঠাসা বই 
হঠাৎ লোকটি ব্যবচ্ছেদ করতে বসলো 

অনেকক্ষণ বাদে এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে 
আগামী...

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

হৃদি 

অথচ সচল,অথচ হৃদি আনচান আবাদের মাটিতে...

অন্তরালে কারো চোখেরও আরাম হয় না বুঝি!

ত্বকের,

এই সবুজ আমাদের বড় প্রিয়

এই মানুষ নীল-সবুজে মিশে যাওয়া প্রাণ 

তুমি যাকে বসন্ত আবেগে ডাকো 

আমিও ভুল করে বলি অঘ্রাণ!

 

অথচ নামেরও যাওয়া আসা ধুস! আর হৃদি আনচান 

এই মানুষ তুমি গড়েছো, একান্ত নিশ্চুপ একটি বাগান! 

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

রঙের গল্প 

বেগুনি আলাপর কথা মনে পড়ে 
হলুদ বসন্তে নীল আশ্বাস 
তবু সবুজ হয়ে উঠছে মাঠ, আগুনরাঙা সূর্য 

কালো বিশ্বাস এখন আমায় মাল্টিকালার স্কেচ
সাদা টিশার্ট পরিয়ে রাখে 
হুইস্কি রঙের বিকেল এখনও রক্তিম স্বপ্ন দেখায় আমাকে...

 

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

বিজ্ঞান 

কোনও আকর্ষণ নেই, তা বলে কি মৃত!
চুপিসারে কেউ গাছের দিকে দেখছেনা, বুঝছেনা 
এই দুর্দিনে এই যা আক্ষেপ...

স্রোতে গা ভাসানো বিবেচনাধীন নয় তাই 
আবার নিউটনে ফিরে যাই 

সূত্র আসলে বাঁচার রসদ 
সূত্র নিছকই অন্তহীন পথ 

সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

দূষণ 

শীতল আবহে একরাশ ঢেউ গুনছি 
আহা স্বপ্ন, আহা স্বচ্ছন্দ, আহা 
তারপর এক বিস্তীর্ণ সমতল ...

আহা বাস্তব,আহা মাটি, ওফফ্ বায়ুতে ভরপুর 
দমবন্ধ লাগে; স্বপ্ন ফিকে হয়, হৃদয়পুর 

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

মাটি 

  

এখনও সময় হয়নি বলার 

মাছেদের খেলা দেখছি স্রোতে 

পাতার ঈষদউষ্ণ চেয়ে থাকা 

সংকেত জড়ো হচ্ছে মনস্ক

সময়ের ঠিক আগে বলে দেওয়া যাবে 

কী কী বলার ছিলো, আচমকা 


শোনারও যদি প্রস্তুতি দরকার 

তবে বলি, দখলদারি শর্তহীন 

মাটি যখন নিজস্ব


 

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

জাগলিং 

শুধু চাঁদ বলতেই কলঙ্ক বোঝায়!
---- 
এতবার বারণ করেছি না 

জ্যোৎস্নার কথা বলবে...
জ্যোৎস্নার কলঙ্ক থাকতে নেই
কে বোঝাবে বলোতো চাঁদকে 

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা


 ওয়েভ

একটু লিখছি পারদ

একটু লিখছি মোম

দ্রুত লয়ে বারবার 

কেটে যায় সম


একটু সাঁতারে নদী

একটু সাঁতারে জল

তাতেই স্তব্ধ গান

জীবন ছলচ্ছল 


আর কি বাকি কিছু!

গহিন কথার নৌকো 

সময়ের ঝাঁপতালে 

ঢেউ গো​নে​, আতঙ্ক 

সোমবার, ১ নভেম্বর, ২০২১

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা


শিক্ষা

পুরনো কথা বলি

নতুন তো বলিনা তেমন 

নতুন করে তৈরি হয়নি কোনো ম্যাপ 


কিছু সমীকরণ বদলে বদলে যায় 

কিছু বলার ধরন পাল্টে পাল্টে যায় 

ঈষৎ হেসে বলো জেনারেশন গ্যাপ! 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা


দর্শন

ঝাড়বাতি আর লন্ঠনের মাঝে
অনেকটা পেরলে সময়
নিভৃত আলোসুখে থাকা ভালো!

কতটা পুড়েছো জানিনা
খরচের প্রশ্ন যদিও করিনা
কিভাবে ঢাকলে তবে ক্ষতক্ষয়?

মঙ্গলবার, ১ জুন, ২০২১

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা



মেডিটেশন

ভালোবাসি ভালবাসি বললে ভালোবাসা হয়না

 

যন্ত্রণা গাঢ় হলে যেভাবে নেমে আসে চোখের জল

সে তেমন কান্না নয়

গভীরতা ঘন হলে যেভাবে চিন চিন করে বুক

জঠরের আশঙ্কা

তার কোনো সশব্দ উচ্চারণ নেই

 

ভালোবাসা ছাড়া