দেবাশিস চন্দ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবাশিস চন্দ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ অক্টোবর, ২০২২

দেবাশিস চন্দ-র কবিতা

পথ

পথ চলা এক
দুরহ পাটিগণিত
কোন পথে যাবে
কোথায় যাবে
কেনই বা যাবে
ভাবনার আছে
আলো–অন্ধকার
লোভের আলোয়
নির্মাণ করা সড়ক
ভাঙে অত্যাচারিতের
হরপা বানে
সরু–মোটা যাই হোক
গলন্ত চাল ভাত হয়ে
আমআদমির মহাভোজ
পথের শেষে পড়ে থাকে
শূন্যতা, সমবেদনাহীন
অপার শূন্যতা, আকাঙ্খার
কোষাগার ছাই হয়ে ওড়ে
আকাশে বাতাসে
যাজ্ঞবল্ক্যের কাছে
জেনে নিও সম্পদের জোরে
অমর হওয়া যায় না
অমৃতত্বের পথ বহু দূর 

 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

দেবাশিস চন্দ-র কবিতা


হারানো সময়

কথার ভেতরে কথা বেরিয়ে কত কথা
কথার বুননে জমা পড়ে কতশত কথা
লুকনো খামের ভেতর জমে শ্যাওলা
বলে ওঠে হারানো সময় খোঁজা বৃথা

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

দেবাশিস চন্দ-র কবিতা


 অঙ্কে ভুল

কত কথা জমে আছে দিনের শেষে প্রান্তিক তাঁবুশীর্ষে
চলমান জ্যামিতির আঁক কাটে লাল নীল কালো দাগ
যারা চলে গেছে তারা কি জেনে গেছে বিরহের মানে
লাল ভেবে যারা নীলে গেছে লাল ভেবে নীল সবুজে

নদী ভেসে গেছে কবে ঈশানকোণে ভালবাসাহীন
বাবারা স্থির, বোধবুদ্ধিহীন, পিতৃপুরুষ বলে কথা

বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

দেবাশিস চন্দ-র কবিতা





প্রশ্নের
 পিরামিড

কোনো নদী নেই এগিয়ে যাওয়ার
কোনো সুড়ঙ্গ নেই ফিরে আসার
কেঁপে ওঠে যাপন সাইরেনশব্দে
কোন ঘর হল খালিকার গেল আজ—‌‌
প্রশ্নের পিরামিড কুরে খায়
নদীর জলসকালবেলার পিঁপড়ে

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

দেবাশিস চন্দ

 


পলাশমিতালি

কোথাও যাব না আমি, কোনো দূরত্বপ্রতাপ গর্জনে,
বাতাসে বাতাসে কানাকানি, অসহায় মানুষের কান্না,
দূরে সরে থাকার ফরমান, সামজিক দূরত্বের
অসামাজিক বর্শাফলকের রক্তচোখে চোখ রেখে
যাব তোর কাছে, স্খলিত মেঘের শব্দমুর্ছায়
ধুয়ে নেব সব পাপ, হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে
উড়ে যাব আকাশে, বর্ষার পোয়াতি মেঘ দেবে ছায়া,
রাজপথ, নির্জন বারান্দায় ছড়িয়ে যাবে সম্পর্কশেকড়,
দূরত্বমানচিত্রের কণ্ঠনালী চেপে ধরে শেখাব সহবৎ,
বুক চিরে দেখাব ভাল থাকার আলোকিত শিলালিপি।
#  #  #  #
তোর সঙ্গে আমার প্রাণের খেলা, পারিজাতপ্রেম,
আমি কেন যাব দূরে, তোকেই জড়িয়েমড়িয়ে
পুঁইলতার মতো বেঁচে থাকব বৃষ্টিমগ্ন ভালবাসায়,
তোকে ছেড়ে যাব না কোথাও কোনো দূর দ্বীপে,
তুই আমার পলাশমিতালি, জ্যোৎস্নারাতের গান।