নীহারুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নীহারুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

নীহারুল ইসলাম-এর কবিতা

আসুন এবং ...

আসুন- কুয়ো ধংস করে আরও বেশি মিনারেল ওয়াটার পান করি।

আসুন- আরও বেশি রাসায়নিক সারকীটনাশক ব্যবহার করে বেশি ফসল ফলাই আর বাজার জাত 

প্যাকেটবন্দি বিশুদ্ধ খাবার খাই।

আসুন- গৃহপালিত গরু না পুষে প্যাকেট জাত দুধ পান করি।

আসুন- খালবিলপুকুরগুলি বুজিয়ে ফেলিঝোপঝাড় কেটে নিউ টাউন তৈরি করি।

আসুন- দেশি মুরগি হত্যা করে পোল্ট্রি ডিমের ওমলেট খাই।

আসুন- যে মাটি খাবার দেয় সেই মাটি কেটে ইট তৈরি করে ইমারত গড়িযাতে আমাদের আকাশটাই হারিয়ে যায় ধুলো আর ধোঁয়ায় ...

 

বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

নীহারুল ইসলাম-এর কবিতা


 বহিরাগত 

আমি যা জানি সব ঠিক

তুমি যা জান, ভুলের অধিক

 

আমার কথা শুনে চল

আমি যা বলছি তাই তুমি বল

 

পাবে সবকিছু সুখ

আমি যে সুখেরই মুখ!

 

আমি আছি তাই তুমি আছ

আমার ইচ্ছেই ইচ্ছে-মতো বাঁচো!

 

এসব শুনি না বলে যুগযুগান্তর

কাফের' রয়েছি,

তবু ভাগ্য আজ-

বহিরাগত' তকমা পেয়েছি