সুদীপ্ত  মাজি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুদীপ্ত  মাজি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

সুদীপ্ত  মাজি-র কবিতা


আশাবরী


ইনসমনিয়া থেকে ইমনের দিকে হেঁটে যাই

 

জেগে ওঠা জুঁই  টগরজবা

গন্ধরাজ তার সঙ্গে গল্প করেদেখি:

 

ব্যালকনি ভরে ওঠে সুরে  শ্রুতিতে

 

ভোরের বানান থেকে দু'একটা বর্ণ চুরি করি

 

লিখে রেখে যাই যত নিদ্রাহীন রাতের ভূগোল

 

কেউ যদি ভবিষ্যতে অজানা ভাষায় তাকে অনুবাদ করে

 

মঙ্গলবার, ১ জুন, ২০২১

সুদীপ্ত  মাজি-র কবিতা



অসমাপ্ত গানের খাতা 

কত যে গানের টুকরো চুরি করেছিলে

 

জ্যোৎস্নার জাফরিমাখা কত 

                             মায়াবাতাসের ছোঁয়া 

অলিন্দের চোরাপথে চুপিসাড়ে লগ্ন রেখেছিলে

 

গাছপাথরের চক্রে বেশ কিছু রেখা বেড়ে গেছে

 

অচিরাচরিত কোনও হাওয়া এলে আজ  সন্ধ্যাবেলা:

সুগন্ধিত রেণু তার বাতাসে ছড়ায়

 

চুরি করা গানগুলি আজও এত জ্যান্ত,সাবলীল