ভাস্বতী গোস্বামী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাস্বতী গোস্বামী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ জুন, ২০২৩

ভাস্বতী গোস্বামী-র কবিতা

হাইওয়ে

একটা সময় ত্বকের যত্ন নিতে হয়
সযত্নে তুলো ভিজিয়ে মুছে ফেলা
পোড়া পলাশের গ্লানি

পিঠ  পায়ের দিকে
অকাতর চোখ

একেক সময় বড় বেশি আগাছা
চলন হারিয়ে দূর ফেলে
যায়
বিলের হাঁসগুলো

ফেরারি দাগ মোছে
ম্যাটাডরছোটা হাতি

এখন চৌপাই হাওয়া
হসন্তিকা গানে সেঁকা হাইওয়ে
গ্রিলড কলিজা নিভিয়ে দিচ্ছে হাঁসেদের অক্ষরদাগ
শসা পেঁয়াজে আলোর মালকোষ

দরজাটা খুলছে বন্ধ হচ্ছে
লা-জওয়াব বাতাসও হাট
হওয়া দামাল
 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

ভাস্বতী গোস্বামী-র কবিতা


মির্জার মার্জিনকাব্য ৭

বৃষ্টি ভিজে গেলে 

রাত বেড়াতে আসে নদীর চৌকাঠে

আকাশ সাঁকোটি যেন

ফেলে রেখে গ্যাছে কেউ

ফড়িঙের স্বচ্ছ ডানায় বৃষ্টি ওড়ে

শেষ বেলের আগেই সংকেত আসবে

 

এই প্রাকৃতিক বহন করো

বহন করো আশ্বিন শ্রাবণ 

নৌকো হয়তো ঘাস হয়তো মিথুনে

একফালি মেঘ

শব্দ, ঘ্রাণের আলতো লাগায়

শনিবার, ১ মে, ২০২১

ভাস্বতী গোস্বামী-র কবিতা


বিড়াল

বিড়ালের চোখে এক আশ্চর্য চোখ থাকে

মেয়েলি মাছের মতো

পাতার ওপর নিশ্চুপ হাঁটার সময়

বিড়াল বা আমরা চোখ পাশে রেখে দিই

বিড়ালের নখে এক আশ্চর্য জাদু

জাদু ধরতে  গোপন শিকার চলে

নখের ভিতরে লুকোনো পালিশ

আঁচড় আঁকা ক্যানভাস

আমরা সাবধান হই

লোম দেখলে শিউরে উঠি

মায়াকায়া উদোম লোম আমাদের ঘরে ঢুকে পড়ে

নিরাপদ দূরত্বে আমরা বিড়াল বন্ধ করি

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

ভাস্বতী গোস্বামী


নেচার টক

 

ছড়ানো ছিটানো আলোয় 'সে

গেলাস গেলাস নীল পান করছে আকাশ

ঘুমনামা  মাঠের দুপুরে

শীতের খোলস 'ড়ে এদিক ওদিক

 

হাওয়ায় সেচের কাজ চলছে

ভিতরে ক্যানভাস

বিন্দু বিন্দু মাটি, চর, পাখি

ছুটির সীমানা দোতারা পেরিয়ে যায়

 

আলো এক চুমুক

ভরতে ভরতে খুলে যায়  নীলপাখি

পাখিমেঘে ডানা চুরি

আকাশ আকাশ দাঁড়িয়ে থাকা

 

জলের দাগ 'রে তুমি সকাল ঘুরে আসো

আলোর নাগরদোলা

জমে ওঠা খেলায় টেনে টেনে রোদ মেলে দিচ্ছে কেউ

হাত, বুড়ি ছোঁওয়া

আলো আলোকাচে গয়নার সুর

 

হাত পাল্টে পাল্টে বদলে দিই ফুলদানির ভাবটি

কবিতা মুছে গেলে - বেশ লাগে