একটা সময় ত্বকের যত্ন নিতে হয়
সযত্নে তুলো ভিজিয়ে মুছে ফেলা
পোড়া পলাশের গ্লানি
# পিঠ ও পায়ের দিকে
অকাতর চোখ
একেক সময় বড় বেশি আগাছা
চলন হারিয়ে দূর ফেলে
যায়
বিলের হাঁসগুলো
# ফেরারি দাগ মোছে
ম্যাটাডর, ছোটা হাতি
এখন চৌপাই হাওয়া
হসন্তিকা গানে সেঁকা হাইওয়ে
গ্রিলড কলিজা নিভিয়ে দিচ্ছে হাঁসেদের অক্ষরদাগ
শসা পেঁয়াজে আলোর মালকোষ
# দরজাটা খুলছে বন্ধ হচ্ছে
লা-জওয়াব বাতাসও হাট
হওয়া দামাল
চমৎকার লেখা। শুভেচ্ছা
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুনমেঘ
খুব ভালো লাগলো। শুভকামনা > মুজাহিদ আহমদ
উত্তরমুছুন