শুক্রবার, ২ জুন, ২০২৩

ভাস্বতী গোস্বামী-র কবিতা

হাইওয়ে

একটা সময় ত্বকের যত্ন নিতে হয়
সযত্নে তুলো ভিজিয়ে মুছে ফেলা
পোড়া পলাশের গ্লানি

পিঠ  পায়ের দিকে
অকাতর চোখ

একেক সময় বড় বেশি আগাছা
চলন হারিয়ে দূর ফেলে
যায়
বিলের হাঁসগুলো

ফেরারি দাগ মোছে
ম্যাটাডরছোটা হাতি

এখন চৌপাই হাওয়া
হসন্তিকা গানে সেঁকা হাইওয়ে
গ্রিলড কলিজা নিভিয়ে দিচ্ছে হাঁসেদের অক্ষরদাগ
শসা পেঁয়াজে আলোর মালকোষ

দরজাটা খুলছে বন্ধ হচ্ছে
লা-জওয়াব বাতাসও হাট
হওয়া দামাল
 

৩টি মন্তব্য: