মজিদ মাহমুদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মজিদ মাহমুদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মজিদ মাহমুদ-এর কবিতা

ধাত্রী-ক্লিনিকের জন্ম


পৃথিবীতে আসার রাস্তা পিচ্ছিল

নদীর পাড় থেকে শিশুরা যেভাবে পানিতে গড়িয়ে পড়ে

মাঝে মাঝে শামুকের আচড় লেগে পাছার নিচটা কেটে যায়

কিছুটা রক্তপাত হলেও শিশুদের কেউ থামাতে পারে না

শিশুদের দুর্দান্ত কৌতূহল ---

দাইমার হাতের স্পর্শেও তারা বিরক্ত হয়

তাদের পতন অনিবার্য

তবু নদীতে গড়িয়ে পড়া সন্তানদের

নিরাপত্তার কথা ভেবে মায়েরা কিছুটা উদ্বিগ্ন 

এসব ভয় উদ্বেগ থেকে গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিকÑ

মাতৃসদন

গাইনি নার্সদের কাজ 

মা হবু বাবাদের ভয় আরো উসকে দেয়া

শিশুদের নদীতে গড়িয়ে পড়ার পথ

পানিবিহীন শুকিয়ে দেয়া

চিরাচরিত জলের প্রবাহ বাধাগ্রস্ত করে

মরুভূমির মধ্য দিয়ে গঙ্গার ধারা প্রবাহিত করা

গঙ্গা কি তোমাদের মা নয়?


গাইনি নার্সদের জন্মের আগে মা কি তার সন্তানদের

একা ছেড়ে দিতে ব্যর্থ হয়েছিল

একটু ভেবো দেখ, শিশুদের আসার চেয়ে

বৃদ্ধদের যাওয়া কি আরো অনিবার্য নয়

তাদের মা নেই

গড়িয়ে পড়ার মতো পিচ্ছিল কোনো পথ নেই

এমনকি সবাই ধরাধরি করে শুইয়ে না দিলে

শেষ পর্যন্ত কবরেও নামতে পারে না

তখন ভাবি কোথায় নার্স, কোথায় গাইনি

কবরের পাশে তো একটিও ক্লিনিক নেই!

অথচ সংখ্যা অনিবার্যতা শিশুদের চেয়ে ঢের

প্রয়োজন ছিল

 


কবরে শুইয়ে দেয়ার পর


এক সময় ভাবতাম মরে যাব বলে সবকিছু দ্রুত দেখে নিতে হবে

সময় ফুরিয়ে গেলে পারব না, ইচ্ছা থাকলেও সম্ভব হবে না

কি কষ্ট করেই না পাহাড়ে ওঠার কসরৎ করেছি

বোকার মতো হিমালয় শৃঙ্গেও উঠতে চেয়েছি

পোখরায় মহাদেবের কেভ, ডেভিস ফল, 

মেঘের মধ্য দিয়ে বিমানের লক্কর ঝক্কর উড়ে চলা

আর কিছুটা হলে তো পা হরকে জীবন কাবার

মানুষ সব সময় বড় কিছু দেখতে চায়

বড় পাহাড়, বড় সমুদ্র, এমনকি মরুভূমিও বড় হতে হবে

ক্ষুদ্র তো বড়কে ধারণ করতে পারে না...

সময় ফুরিয়ে যাবে বলে সন্তানকে জড়িয়ে ধরে চুমু খাওয়া

ললনাদের সঙ্গে ঘনিষ্ঠ হবার জন্য তড়িঘড়ি করা

আর কবিতা লিখতে না পারলে ভীষণ মন খারাপ হওয়া

এসব তড়িঘড়ির কারণ হয়তো মানুষ খুব কম দিন বাঁচে

কিন্তু আজ কবরে শুইয়ে দেয়ার পর সব নিরর্থ মনে হচ্ছে

কারণ এখানে শুইয়ে সব দেখতে পাচ্ছি

আগে যা দেখা হয়নি সেগুলোও


প্রথম কয়দিন অবশ্য নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে

হাড় থেকে মাংস খসানো, একই সঙ্গে কোষগুলো বিচ্ছিন্ন করা 

এসব করার কারণ অনেকদিন মন খুলে হাসব বলে

হাড্ডির সঙ্গে মাংস না থাকায় সারা শরীর দিয়েই হাসতে পারছি

জীবিতরা ঠোঁটের ফাঁক দিয়ে সামান্যই হাসতে পারে


প্রথমে অনেক দিন হেসেছি বেঁচে থাকার বোকামির জন্য

সবকিছু দেখার তড়িঘড়ির জন্য

এখন হাসছি সব দেখার কি অফুরন্ত সময়!

জীবিতদের যদিও বড়কিছু দেখার প্রতি সর্বাধিক আগ্রহ

তবু তারা জানে না মৃত্যুর চেয়ে বড় কি ছিল

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মজিদ মাহমুদ-এর কবিতা


হাত


হাত হলো মানুষের শুকিয়ে যাওয়া পায়ের নাম

শিশুকে মজা দেখাবার জন্য প্রথমে সে পিছনের 

পায়ে দাঁড়িয়েছিল একদিন

শিশুর ফিকফিক হাসি আর বারংবার বায়নার কাছে

দুপায়েই টলেমলে লাফিয়ে চলতে হলো কিছুক্ষণ, যেমন

মানুষের বাচ্চারা আজ বাবাকে চারপেয়ে ঘোড়া বানিয়ে

পিঠের উপর চড়ে বসে, কান ধরে চিঁহি ডেকে ওঠে

ব্যাপারটা ঠিক তেমনই ছিল; ফাজিল শিশু বলেছিল

বাপ তুই দুই পায়ে হাঁট

একবার ভাবো দেখি দুপায়ে হাঁটতে গেলে

সামনের পা দুটি কি বিচ্ছিরি কাঁধের উপরে ঝুলে থাকে

তবু সন্তানের আবদার কোন জন্তু উপেক্ষা করতে পারে?

মানুষ বহুদিন জানত না শুকিয়ে যাওয়া সামনের পা দুটির

আসলে কোন কাজ আছে কিনা; অপ্রয়োজনীয় শব্দটি

তখন থেকেই মানুষ বুঝতে শিখল; ঝুলে থাকা হাতে

তুলে নিল পাথর, এদিক ওদিক ছুঁড়ে মারল

রক্তাক্ত হলো নিরীহ মহিষের শিরোদেশ

শান্ত গোবৎস বনান্তরে ছুটে পালাল; তারপর 

একটি শিম্পাঞ্জিও মানুষকে বিশ্বাস করতে পারল না

সেই থেকে মানুষের জাত প্রাণিকুল থেকে আলাদা হয়ে গেল

কারণ মানুষ প্রকৃতিবিরোধী

এভাবে পাথর আর বল্লমের কাল কবেই ফুরিয়েছে 

নিহত শূকরের রক্তে মানুষের আর কোন আনন্দ নেই

হাত এখন হাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি জেগে আছে

মানুষের বুদ্ধিশুদ্ধি ওসব কিছু নয়

মানুষের ইতিহাস হলো হাতের ইতিহাস 



মিলনের অপরাধে

অত বাকবিতণ্ডার ইচ্ছা নেই

অপরাধ যাই হোক, রায় এক

কিছুদিন হাজত বাস

তারপর সোজা ঝুলিয়ে দেয়া হবে

পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠলেও মৃত্যুদণ্ড 

নিয়ে কথা নেই

জেলখানার হুজুর কলমা পড়াতে এসে

সাস্ত¡না দেয়-

বলে ঈশ্বরের অভিপ্রায় এমন

আচ্ছা এতে সান্ত¡নার কি আছে

ঘাড়টা মটকে দিলে কিংবা

গলা থেকে বিচ্ছিন্ন করা হলে

ক্রশফায়ারেও তো একটা বুলেট অন্তত

এফোঁড়ওফোঁড় হতে পারে

ধরো কেউ জানতেই পারল না

তবু মিলতে না পারার কষ্ট তো থেকে যায়

মৃত্যুকে ভয় পাই বলে, তোমরা কাপুরুষ বলো

মৃত্যুকে ভয় না পাওয়ার মতো 

আমার কাছে একটিও কারণ নেই

আমাকে গলায় রশি দিয়ে টানতে টানতে

বধ্যভূমিতে না নিয়ে গেলে

শূন্যে যূপকাঠে তুলে ধরা না হলে

অহেতুক সাহস দেখাতে যাব না

অন্যের পাপে মৃত্যুর বিধান ঈশ্বর রেখেছেন

বুঝতে যে চেষ্টা করিনি- তা না

এটা ঠিক অপরাধ নয়, পাপ

ঈশ্বরের চোখে নারী-পুরুষের মিলন মহাপাপ

স্বর্গে মানুষ তার অবাধ্য যে পাপ করেছিল

সেই থেকে মানুষ একই পাপ মৃত্যুর অধীন

অর্থাৎ প্রতিটি মানুষকে ঈশ্বর হত্যা করেন

তার পিতামাতার মিলনের অপরাধে।