বিমান কুমার মৈত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিমান কুমার মৈত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বিমান কুমার মৈত্র-এর কবিতা

আধ্যাত্মবাদ 

আজকাল মেঘ আর রোদের মধ্যে 
কোন তফাৎ বুঝতে পারি না। 
যেমন বুঝতে পারি না 
বর্ষাকাল আর সোহাগ-শঙ্খ
অথবা পরলোকগমন আর হত্যা

আমাদের সমস্ত অপরাধ-নিরপরাধের বোধগুলি, 
আলো-আঁধারের বোধগুলি 
যখন একে অপরের দিকে ধাবমান 
একটা সম্পূর্ণ ভারসাম্যতার লক্ষ্যে ––– 
যেমনটি চেয়েছিলাম আমরা 

জীবন দর্শনের একদম গোড়ায় গিয়ে 
বস্তু আর অবস্তুর ক্ষয়ে যাওয়া নিষ্ক্রমণের মধ্যে 
কোন দ্বন্দ থাকে না 
বায়বীয় বিতরণের মত
তখন আমাদের অপরাধগুলোর
অজুহাতের বিপক্ষে কিছু বলার থাকে না।

 

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বিমান কুমার মৈত্র-এর কবিতা

বাজার-থলি 

একবিংশ-শতক সংস্করণের 
বাজার-থলি দোস্তকে দেখছি ....
যার প্রতিটি ছিদ্রই এক একটি অপরিমেয় 
প্রসব-উন্মুখ যন্ত্রণাবিদ্ধ দুঃস্বপ্নের  
অথবা অক্ষর মেধাবীদের 
উত্তরপত্র হতে পারতো 

ঋণাত্মক প্রতিবন্ধকতাগুলির
নিশিযাপন তাকে অনুগত ভৃত্যের মতো 
কখনো মাটিতে ফেলে রাখে
কখনো দেয়ালে খাজুরাহো করে

আপাতত ক্যালেন্ডারের 
শেষ বর্গটির চাতক আমি 
যেখানে মন্দ বৌদির চিরজীবি চিতা 

হে বৌদিমনি তুমিই রক্ষা কোরো এই নরাধমে