লক্ষ্মীকান্ত মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লক্ষ্মীকান্ত মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা

দশমিক ভাগগুলো 

জল ভেসে যায় বাল্বের ভাঙা ভাঙা ইলেকট্রিক নিয়ে - লৌকিক আঁধারের দশমিক ভাগগুলো কালর্ভাটের সর্বনাশা কালো ত্বকের কাছে দাঁড়িয়ে নিবেদিত হতে চায়, আর ছপছপে বৃষ্টিরা মিথ্যে প্রজনন নিয়ে সমস্ত পোস্টার ভিজিয়ে দেয় 
দাদু বলতেন - এর নাম শিয়াল তাড়ানো বৃষ্টি, জনগন প্রাণায়ামের পর তোমার সাথে ভেসে চলছে লবণ স্বাদ লবঙ্গ, যদিও প্রচন্ড অন্ধকার  মেঘ ঢাকা সন্ধে  
আর আমাকে অনুসরণ করে খোকনদার লিকার চা, ছিঁচ কাটা বেঞ্চি থেকে  পিঠে পড়া গুড়োঁ বৃষ্টি ঝাড়তে ঝাড়তে  হাত ভিজোচ্ছি , ভেজা মতবাদগুলি মনে আসছে কিছুতেই  - কোন পায়ের ছাপ নেই - গড়িয়ে যাওয়া ঘোলা জলে কংক্রিট ভাইরাস 
অথবা আমি কীই বা ধারণ করতে পারি নিজের নগ্ন শরীরে , তবে কি গড়িয়ে যাবার কাল এসে দাঁড়িয়েছ ইলেকট্রিক পোস্টের নিচে  
তাহলেও তোমার ভয় পাওয়ার কিছু নেই  — সমস্ত নোংরামো নিয়ে কাদা মুছে দিতে চুমুক দিতে থাকি সুতীব্র আত্মহননের লিপিতে 

বৃত্ত খেলার ক্ষরণ  

এই দুপুরের পোর্টেটে অপ্রস্তুত ছত্রাকের ভাঁজ দিয়ে দুঃখ আর সুরের  পাতায় পাতায় আলতা জবার গান ভাসতে থাকে 
এক ভয়ার্ত চোখ নিয়ে সেদিকে ছেঁড়া কিছু পঙক্তি আর্দ্র; যদিও আজ বৃষ্টি নেই, ধুয়ে যাবার ভয়ও নেই 
তবুও সিগনেচার টিউনে অস্থির জলবিন্দুরা শূন্যতা নিয়ে পূনর্বাসনের পর্বগুলোয় বাবলা কাঁটার দিকে তাকায়

মহার্ঘ ভাতা নিয়ে ঝিরিঝিরি হাওয়ায় যতটা পাতা উড়ে তার বেশি উড়ে শাড়ি; গোড়ালি চুঁইয়ে তৃষ্ণারা খাল পাড়ে হেঁটে যায় - নিদেনপক্ষে অঙ্গুরিমাল প্রাণীর মতো সংকোচন প্রসারণে বাসন-কোসনের শব্দ ভেসে আসে সাঁকো থেকে 
তার তলায় সাপেরা শঙ্খ লাগায় – ভেসে ওঠে ভীত চিৎকার 
হয়ত এ কারণেই দিদিমা বলেছিলেন — দাও,  নতুন বস্ত্র দাও মিথুন দৃশ্যের উপর  

এক নিরস্ত্র ছায়ার আশ্রয় নিয়ে আমি আদমের উত্তরপুরুষ 
অস্থির সাঁকোর দিক নির্ণয় করতে না পেরেই একটার পর একটা ভূগোল প্রসারিত হবে জেনেও কামড় দিই আবরণহীন আপেলে – কিন্তু সেই মতো কিছুই হলো না 
ঘোলাটে নীল বাস্পের ভিতর কলকল শব্দের রোদ খেলে যায় 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা

শালুকফুলের আখ্যানে ক্লোরোপ্লাস্ট সংবহন  আশ্রমী অন্তি

আবারও হাঁটতে হাঁটতে মৌসুমি বায়ুর আলপথ উপহার দেয় ধানখেতবাতাসের পরা ভাবে উপায়হীন 

ব্রংকাইটিস –  সিলুয়েট মাখামাখি স্থাবর অথবা অস্থাবর একটি মায়ার অন্তরে ঢুকে পড়ছে সব নির্জন 

শালুকফুলের আখ্যানে ক্লোরোপ্লাস্ট সংবহন  আশ্রমী অন্তিজলে ডোবা মৃত তুলসীগাছটি সমস্ত অর্গাজম 

ভুলে মিশে যাচ্ছে ছত্রাক রঙে

 

আমি জ্যোতির্ময়নিখুঁত পুকুরে ভেজানো নির্মোহ পা আর মাথুর মেঘ মাখা বৈষ্ণবীর নতস্তন পান করছি

 

 বুঝিপাখিদের অরৈখিক গতিপথে শঙ্খ বাজিয়ে চলে রোদপলের সৌম্য

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা

নিরক্ষীয় অসুখে ব্যথা আর মায়া

রাস্তার ওপাশে পাখিটি ডানা বিছিয়েছে শীতার্ত ডাঙার  উপর , তার চারপাশে চিহ্নিত রিদিমের বিন্দু বিন্দু শিশির , ফাঁকে ফাঁকে খড়কুটোর নিশ্চিত আলিঙ্গন , এখান থেকে ঢেউ খেলানো অ্যাসবেসটসের ফিসফাস সাদাকালো 

 আর কোনো দেয়াল নেই , বাতাসে বারোমাসের প্রনয়ণ বাজে ; নিরক্ষীয় অসুখে ব্যথা আর মায়া  — অনাহতে কাঁপতে থাকে ফিকে বঙের বলাকা 

 

আমি তাপন হই ,  কিছু মাছ ঘাই মারছে ভোরাই সাথে নিয়ে 

 

লাবণ্য ভাসে দিগন্তের ঝিলে , আবছা গাছেদের পাহাড় থেকে জন্ম ছড়ায় পিপাসার উপর

আমি অসীমের দিকে তাকাতেই পুবের নির্জ্ঞানে উড়ে যায় মাছরাঙা , চিকচিক ধ্বনিরা হারিয়ে যাওয়ার মতো ভয় পেতে পেতে ঋণী হয়ে যায়

 

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা


ভায়োলেট দহন থেকে ঝরে পড়ে আদমের পরাজয় 

আর কম্পনের সারবস্তু নিয়ে আমাদের কথাই হয় না , একেবারে প্রেমিকের রংকরা চুলে ছড়ানো লাল কনিকার কেমিস্ট্রি — বানভাসি সুখে লিরিক্যালি প্রেমের রাগিণী— বুঝতেই পারছি না কোন খণ্ডাংশ কামনা করলে উজ্জ্বল আকাশের নীল মাখে নির্বাণ — এখনই  ভোরের ঘাসে শ্বাস তোলা আলপথ নিজেকে ভাবছে গড়ছে 

লিপ লাইনের কাছে উড়ছে ভিমরুলটি — নিজের সাথে চোখাচোখি হয়ে গেলেই ভায়োলেট দহন থেকে ঝরে পড়ে স্যাঁতসেঁতে আদমের পরাজয়  — নোনা জলের সংলাপে ভরে কমণ্ডলু 

জলচক্রে ঘুরতেই থাকি একা — আর মহাকাশে ঢুকে যাচ্ছে খাল বন ধূ ধূ জমি 

 

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা

হলদে নদীটি আজও জন্মদান ছড়ায়

এবং দুটো স্তম্ভের মাঝে মুখোমুখি হচ্ছে নগ্নঘ্রাণের পঙতিমালা আর শূন্যতার মেরুন ঠোঁট, সেখানে একাদশীর চাঁদ পৃষ্ঠা উল্টে দেখে নিচ্ছে ভাঙা বানানের ইকোসিস্টেম, ভেসে আসে কবিতার অনুনাদিত কন্ঠধ্বনি – জন্মের ছবি এঁকে এঁকে হলদে নদীটি আজও জন্মদান ছড়ায় – ভবিষ্যৎ একটা সাদা ক্যানভাস জুড়ে আঁচড় কাটে রোদ

নাকি ছায়া সরে যায়, একে অপরের অনাসক্ত সম্পর্কে নারকেল পাতা তরঙ্গহীন – মলয়ের গল্পে জল কেটে জেগে উঠছে গ্রিনহাউস

ধাপ ধাপ শীতাতপ পেরিয়ে আমি রোদধর্ম, চেয়ে নিই অবিনশ্বর রৌদ্রপলাশ

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা

ত্বকে তখন ফোঁটা ফোঁটা শ্রমের নোটেশন

তারাও মাটিতে দাঁড়িয়ে বৃষ্টিপাত দেখছে আর সবুজ হয়ে যাচ্ছে 

খয়েরি রঙের দুপুর, বিকলাঙ্গ পাখিটিও উড়ছে নিঃস্ব শিমুলের উপর – 

শীত শীত অভ্যাসে ত্বকে তখন ফোঁটা ফোঁটা শ্রমের নোটেশন – 

অসমাপিকায় বিনীত হতে হতে জলে ভিজিয়ে নিচ্ছে লবণাক্ত ব্রহ্মতালু

ব্যর্থদিনের গরলপাত্রে অপেক্ষা করে লাইভ বীজতলার অলংকরণ

 

আমি কি সেই জন্মগত প্রিয়তম, নিজেকে সেঁকে নিতে নিতে 

চিরায়ত আগাছার বেগুনি ফুল দেখি

 

অতএব ফোকাসহীন স্বাদকোরক ঝাপসা হয়ে যায়