শালুকফুলের আখ্যানে ক্লোরোপ্লাস্ট সংবহন ও আশ্রমী অন্তি
আবারও হাঁটতে হাঁটতে মৌসুমি বায়ুর আলপথ উপহার দেয় ধানখেত, বাতাসের পরা ভাবে উপায়হীন
ব্রংকাইটিস – সিলুয়েট মাখামাখি স্থাবর অথবা অস্থাবর একটি মায়ার অন্তরে ঢুকে পড়ছে সব নির্জন
শালুকফুলের আখ্যানে ক্লোরোপ্লাস্ট সংবহন ও আশ্রমী অন্তি; জলে ডোবা মৃত তুলসীগাছটি সমস্ত অর্গাজম
ভুলে মিশে যাচ্ছে ছত্রাক রঙে
আমি জ্যোতির্ময়, নিখুঁত পুকুরে ভেজানো নির্মোহ পা আর মাথুর মেঘ মাখা বৈষ্ণবীর নতস্তন পান করছি
বুঝি, পাখিদের অরৈখিক গতিপথে শঙ্খ বাজিয়ে চলে রোদপলের সৌম্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন