কল্যাণ চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কল্যাণ চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

কল্যাণ চট্টোপাধ্যায়-এর কবিতা

সম্পর্ক

ভালোবাসা বাতিঘর। ঠুনকো। গবাক্ষ ঘিরে আছে ফিনফিনে কাচ।

হাওয়া খুব দুরন্ত নয়। তবু এলোমেলো। জলকণাময়।


সমুদ্রসৈকত ঢেউয়ে ঢেউয়ে ভিজে যায়। সময় খুব কমেই

বালি হয়ে ওঠে শুকনো। ঝুরো। উসকো খুসকো।

মধ্যাহ্ন এসে পড়ে হুড়মুড়িয়ে। তারপর পড়ন্ত বেলা।


খেলা শেষের দিকে। দিগন্তে দিগন্তে লাল আবহ।

মন পুড়ে যায়। মন পুড়ে যায়। ভালোবাসা বাতিঘর।

মনেরই একটা ঠুনকো রূপ। স্বচ্ছ। নির্ভেজাল।


একসময় সব টান মোহ তার জগতের রেখাটির থেকে সরে এসে

ডুব দেয় গভীর জলে। আলোর রেখাটিও মুছে যায়। 

মঙ্গলবার, ১ জুন, ২০২১

কল্যাণ চট্টোপাধ্যায়-এর কবিতা


 ভস্ম

 হারানো শব্দের ভেতর যে নস্টালজিয়া মিশে থাকে

একটা সময়ের পর তা খনিজপদার্থ হয়ে ওঠে

 

সমস্ত জীবন ধরে অন্বেষণের ধারা প্রবাহিত

যার একশো শতাংশই নিজের ফেলে দেওয়া কণা

 

জীবনের বিরহ বিলাপ প্রেম ওম

একসময় খেলাধুলোর মতো অভ্যাসে থেকে যায়

 

রঙিন বাতি জ্বলে থাকে জগতের দেওয়ালে দেওয়ালে

তার সূক্ষ্ম তাপের ভেতর সূক্ষ্ম দহন ক্রিয়া করে

 

মন সব বোঝেধরে রাখে জীবনপ্রান্তে

 

হারানো শব্দেরা সব খনিজদ্রব্যপেট্রোলিয়ম

 

অন্বেষণে অন্বেষণে জীবন ভস্ম হয়ে যায়