মঙ্গলবার, ১ জুন, ২০২১

কল্যাণ চট্টোপাধ্যায়-এর কবিতা


 ভস্ম

 হারানো শব্দের ভেতর যে নস্টালজিয়া মিশে থাকে

একটা সময়ের পর তা খনিজপদার্থ হয়ে ওঠে

 

সমস্ত জীবন ধরে অন্বেষণের ধারা প্রবাহিত

যার একশো শতাংশই নিজের ফেলে দেওয়া কণা

 

জীবনের বিরহ বিলাপ প্রেম ওম

একসময় খেলাধুলোর মতো অভ্যাসে থেকে যায়

 

রঙিন বাতি জ্বলে থাকে জগতের দেওয়ালে দেওয়ালে

তার সূক্ষ্ম তাপের ভেতর সূক্ষ্ম দহন ক্রিয়া করে

 

মন সব বোঝেধরে রাখে জীবনপ্রান্তে

 

হারানো শব্দেরা সব খনিজদ্রব্যপেট্রোলিয়ম

 

অন্বেষণে অন্বেষণে জীবন ভস্ম হয়ে যায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন