মৌমাছি
যতই জ্বলন্ত হোক তোমার চুম্বন
প্রাণঘাতী হোক ওই হুল
একবার বিঁধিয়ে দাও এই বুকে
যেখানে ঘুমন্ত ভালোবাসা
জেগে উঠবে আমার অস্তিত্ব
অন্ধ রক্তমাংসের বিপ্লবে
প্রসবব্যথার অহংকারে
যেরকম নতুন জীবন
জাগাও ঘুমন্ত অনুভূতি
হুলের জিয়নকাঠি দিয়ে
জ্বালাও বোধের আগ্নেয়তা
যার অভাবে ভালোবাসা ঝিমোয় অথবা মরে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন