রিজোয়ান মাহমুদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রিজোয়ান মাহমুদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

রিজোয়ান মাহমুদ-এর কবিতা


উচ্চতা কোনো সীমানা নয় 

ভাবছ, জীবন এক লাল ঘোড়া 

টগবগিয়ে ছুটবে সে তার গন্তব্যে 

ছেড়ে দিলে আকাশের ঠিকানায় 

মোহগ্রস্ত খুঁজবে মর্ত্যের বৃক্ষ থেকে শূন্যে 

অথচ গভীর শূন্যে আকাশ থাকেনা 

আকাশের ঝুল থেকে মেঘ হয় 

মেঘের সঙ্গম থেকে জল 

সাঁতার না জানার আগেই 

কূলে উঠতে চাওয়া কতটা যুক্তিসংগত?  

এদেশের নদীগুলো শিক্ষক হয় নি 

সাঁতার শেখাটা সূচীবদ্ধ হয় নি কোথাও 

আয়নার পশ্চাতে পারদ ঘষে দিলে 

কিছুই যায় না দেখা, 

গৌতম, তোমার লাল চাদরের কারণে পাহাড় 

দেখা না গেলে সহজে আমি উচ্চতা বুঝি না।