মৃত্যু চেয়েছে কে?
কেউ না।
মানুষ তবু মরে যায়―
যেভাবে ইতিউতি পড়ে থাকে খসে-পড়া
বুনোহাঁসের পালক―
মানুষের মৃত্যু হয়;
হাওয়া বয়, পালক ওড়ে
পালক ওড়ে, হাওয়া বয়
সব মৃত্যুর সৎকার হয় না!
অভিভাবক
রাত পোহালেই বাবা হয়ে যাবো
সন্তানের হাতে তুলে দেবো দশটাকা বিশটাকা
সন্তানের পাঠাবো ইস্কুলে
নাইবা গেলাম প্রত্যাশাপূরণের ইউনিভার্সিটিতে
নাইবা খেলাম পুঁটিরামের দোকানে কোনোদিন
সন্তান বাবার পরজন্ম, ওকে
খাওয়ানো-পরানো দরকার
দরকারি কাজ বাবা রাখেননি একান্ত আপনার,
কৃষিজ মিছিলে উন্নত অগ্রসর,
ছেঁড়াজুতো পরে ফেরি করতে শিখে নেবো এবার―
অনুরাধা, তুমিও পারতে
মা হতে…