স্বপন রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বপন রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

স্বপন রায়-এর কবিতা

উদাসীন মল্ট

যদি রাস্তা জানলে তো রাস্তাই জানলে

 

মন সে রকম নয়মন এক উদাসী পারচমেন্ট   ফর ফর করে   ওড়ে

                                             রাস্তার ধারে তৈরি তৈরি সব একারা

চা

সানগ্লাস ভদকা ক্রিম-ক্র্যাকার ওমলেট নেয়

                                  নিয়ে বাস্কেটের কথা লেডি-বার্ড সাইকেলের কথায়

                                                                         ফুল বা আপেলে যায়

                                                                                        নদীতে যায়

নদী বলেহে রাস্তা

রাস্তা বলেহে হে নদী

 

রাস্তা খুললে রাস্তাকে জানলে    এবার নদী    এবার শয়নাতীতা জল

জল

হো-গম্ভীর আরম্ভে এবার
 

বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

স্বপন রায়-এর কবিতা

 

বাড়ি          

 

বাড়ি এখন

বাড়ি তখনো একটাই

দুটো হলে দুরকম দুঃখও হতো

#

একদিন সুখ বড় হবে

এই বোল

এই আশা মুন্ডাদের গ্রাম পেরিয়ে

                       বাড়ি টাড়ি পেরিয়ে

                                        জলে

জলের কোন রঙ নেই

তবু জল-রং

বাড়ির অবশ্য ধরা-চাঁদ আছে

বিছানায় কাজ

সূঁচ থেকে নেয়া ফোঁটা ফোঁটা

                          মৃদঙ্গ 

ধা-ধা বাঁয়া

#

বাড়ি আর আলো

টুকটুকি থাকলেই নেভেনা