আশিসরঞ্জন নাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আশিসরঞ্জন নাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আশিসরঞ্জন নাথ-এর কবিতা

সাপ লুডোর মই

সাপ লুডোর চাল বেচালে 
কেউ উপরে ওঠে তো কেউ তরতরিয়ে নিচে নেমে যায়। 

সাপ লুডোর মইগুলো ভীষণ চমৎকার
শুধু উপরে ওঠার হাতছানি দেয়৷ 
সিঁড়ি ডিঙিয়ে ওপরে ওঠার কায়দা কানুন অনেক,
কেউ জীবনভর চেষ্টা করেও পারে না
কেউ অল্প আয়াসে ওঠে যায় একেবারে চূড়ায়
যেন হিলারির হিমালয় জয় ! 

সাপলুডোর সাপ ভীষণ চতুর
ঘুটির চালে একবার মুখে পড়ে গেলে
সোজা লেজে নামিয়ে দেয়। 
কাউকে ওর মুখে পেলেই সোজা হজম করে নেয়। 
কম ভাগ্যবানই আছেন যারা মই বেয়ে
উপরে চড়ে বসতে পারেন। 

 

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আশিসরঞ্জন নাথ-এর কবিতা

পোড়া গন্ধ!

কিছু যেন পুড়ছে, গন্ধ পাচ্ছি

কোথাও অসতর্কতায় আগুন লেগে গেল!

আমার বই,কগজ পত্র পুড়ছে নাকি

কেমন কাগজ পোড়া গন্ধ পাচ্ছি।


কোথাও কি কিছু পুড়ছে

গন্ধ পাচ্ছি, বেশ কটু পোড়া পোড়া  গন্ধ!

কত স্মৃতি,কত হাসিবেদনা, সুখের দিনগুলি কি পুড়ছে!

গন্ধ পাচ্ছি, বেশ কটু গন্ধ।


নাকি আমি পুড়ছি একা একা বিষণ্ণতায়!

গন্ধ কিন্তু বেশ কটু,

আমার দহনজ্বলার গন্ধ এত কটু!

মানুষ পোড়া গন্ধের মত!   

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আশিসরঞ্জন নাথ-এর কবিতা

মাতৃভাষার গান 

একুশে ফেব্রুয়ারি ডাকে শনবিলের শুকনো মাটি থেকে
আয়,রফিক,জামালের আত্মার শান্তিতে বাংলার গান গাই। 
আয় সবাই আজ শহিদ স্মৃতিতে 
মাতৃভাষার গান গাই। 

একুশ ডাকে শনবিলের শুকনো মাটির হিজল বন থেকে 
আয়,আজ উনিশের গান গাই
যে ভাষায় গান গেয়ে শহিদ  
কমলা কানাই। 

ঢাকা কিংবা শিলচর নয়তো পরবাস
বাংলা ভাষা ডেকে বলে ভাষার সীমা নাই। 
কানাই,শচিন,সুদেষ্ণারা যে ডাক শোনে 
ঘর ছেড়ে ভাষার জন্যে জীবনের গান গায়। 

আজ আয় সবাই 
শহিদ তর্পনে শহিদ স্মরণে
মাতৃভাষার গান গাই। 

 

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আশিসরঞ্জন নাথ-এর কবিতা

আমার ম্যাজিক স্লেট

আমার ম্যাজিক স্লেটটা বড় মজার
যা লিখি তা-ই লিখে
ছবি আঁকলে ছবি আঁকে 
আবার মুছে ফেললে মুছে যায় সব। 
এমন মজার স্লেট আর পাওয়া যাবে কি না জানি না। 

কেবল নিজের ভাগ্য লিখন লিখতে পারি না স্লেটে
এখানেই ম্যাজিক বিফল হয়ে যায়। 

শুধু কি আমি! 
আরো কত জন যে আঁকতে পারে না। 
তবে অন্যের ছবি আঁকলে আঁকা হয়ে যায় 
অবলীলায়। 

ভাবের ঘরে যারা করে চুরি
তাদের ছবি উজ্জ্বল হয়ে আঁকা হয়ে যায়। 

নিজের ছবি আঁকতে পারি না ম্যাজিক স্লেটে
নিজের প্রতিবিম্ব দেখা যায় না কিছুতেই। 

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

আশিসরঞ্জন নাথ-এর কবিতা

কোজাগরী রাত

কেবল কি কোজাগরী রাত! 
তোমার জন্য আমি রোজ কোজাগরী 
রাত জাগতে পারি 
না হোক কোজাগরী পূর্ণিমা।  

কোজাগরী রাত তো বছরে এক দিনই আসে
উদযাপনে কত ঘটা
আমাদের না হয় উৎসবহীন উৎসব হোক
রোজ দিনের কোজাগরীতে। 

দু জনে কথা বলে,গল্প করে 
রোজ কোজাগরী রাত উদযাপন করি। 
রাতটা ভোর হয়ে যাক গল্পে আর গল্পে
ভরে উঠুক মাধুর্যে আর ভালবাসায়
রাত হোক ধন্য। 

আমাদের কোজাগরী রাত যেন 
শেষ না হয়। 
পথের শেষ প্রান্ত পর্যন্ত
কোজাগরী রাত চলতে থাকে।