মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আশিসরঞ্জন নাথ-এর কবিতা

পোড়া গন্ধ!

কিছু যেন পুড়ছে, গন্ধ পাচ্ছি

কোথাও অসতর্কতায় আগুন লেগে গেল!

আমার বই,কগজ পত্র পুড়ছে নাকি

কেমন কাগজ পোড়া গন্ধ পাচ্ছি।


কোথাও কি কিছু পুড়ছে

গন্ধ পাচ্ছি, বেশ কটু পোড়া পোড়া  গন্ধ!

কত স্মৃতি,কত হাসিবেদনা, সুখের দিনগুলি কি পুড়ছে!

গন্ধ পাচ্ছি, বেশ কটু গন্ধ।


নাকি আমি পুড়ছি একা একা বিষণ্ণতায়!

গন্ধ কিন্তু বেশ কটু,

আমার দহনজ্বলার গন্ধ এত কটু!

মানুষ পোড়া গন্ধের মত!   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন