দেবাশিস সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবাশিস সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

দেবাশিস সাহা-র কবিতা

পঁচিশে বোশেখ

আমাদের ভাত -কাপড়ের ব্যবস্থা 
করে দেয় পঁচিশে বোশেখ
আমাদের যখন হু হু করে
কান্না আসে
আগুন জ্বলে বুকের ভেতর 
কেউ এসে ছুঁয়ে দেয় 
আগুনের পরশমণি 
খোয়াই নদীর পাড়ে
খিদের পেট নিয়ে 
উঠে দাঁড়াতে পারিনা যখন 
হাত ধরে নিয়ে ডাল ভাতের ব্যবস্থা 
করে দেয় বোশেখের ঐ রাজকুমার 
শুখা খরা বীরভূমে 
দু মুঠো আদর রেখে গেছে 
রো বি ন দ রো না থ
আমাদের ঠাকুর।  

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

দেবাশিস সাহা-র কবিতা

কথাপাখির ভাতফুল

কথাপাখির তন্দুরে পিঠ পেতে
বসে আছে বোবাগাছ
চড়ুইদের ধানখেত পেরিয়ে
এক শূন্য জলাশয়
যোনীতে বসে ধ্যানে মগ্ন
লাল রঙের বক
তুমি বকজননী
নিজের কলিজায় আশ্রয় দিয়েছো
পূর্বজন্মের শত্রুকে
কলিজায় বাস করে
বিচিত্র বয়সের ভাতফুল

কথাপাখি
        
যোনীতে ধারণ করেছে ভাতফুল
বাছ-বিচারহীন পরবাসে
এই উদার উদাসিনতা

তোমাকে সুগন্ধি যোগাবে। 

সোমবার, ১ মার্চ, ২০২১

দেবাশিস সাহা-র কবিতা


 শব্দবাউল,তোমাকে

(উৎসর্গঃ নাসের হোসেন)

নতুন এক ভারতবর্ষের খোঁজে
ভাগীরথীর পাড় বরাবর
হেঁটে চলেছে এক আত্মভোলা মুর্শিদ

হপ্তাশেষে ভাগীরথী থেকে নেমে আসে
ঝোলা ভর্তি ভারতবর্ষ নিয়ে
এক অক্ষরচাষী

ভূগোলের অলিগলি থেকে
আমাদের সান্তা
আদর কুড়িয়ে এনে
ভিজিয়ে দিচ্ছে ঘাসের আড্ডা

ঘাসের ঘাম ভর্তি  ঝোলা কাঁধে
এক মালবাহী জাহাজ
মহানগরে পৌঁছে দিতো মরুদ্যান

আমরা তাঁর নাম দিয়েছিলাম নাসের হোসেন

আমাদের কেউ কেউ
নাসেরদা
কেউ কেউ নাসের বলে
ইশারা করতাম।

কোনো এক বই-উৎসবের শেষে
লড়াই হলো খুব

শব্দবাউল ফিরে এলেন জয়ের হাতটি নেড়ে

গোপনে তৈরি হলো পথ
মুন্সীবাগানের দিকে

তুমি কি জানতে না নাসেরদা

মুন্সীবাগানের পথ থেকে
ফিরে আসেনা কেউ

কাঁধ থেকে নামিয়ে রাখা
পত্রিকা আর প্রুফ ভর্তি ঝোলা
কোল হারিয়ে আজ অনাথ

অসমাপ্ত আদর মেখে
কচি কচি মুথা ঘাস
অপেক্ষায় রয়ে গেলো
ঘাসের আড্ডায়

শিস দিয়ে চলে যাচ্ছে ভাগীরথী
ঢেউ তুলে চলে যাচ্ছে ভাগীরথী
এপারের যাবতীয় লেনদেন রেখে
ওপারে চলে গেলেন ভালোমানুষ

কুয়াশায় ভিজছে
মুন্সীবাগানের সাড়ে তিন হাতের নবাব
চতুস্কোনের দিকে মুখ বাড়িয়ে বলছেন
তোমরা সবাই কুশল আছো তো??