মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

দেবাশিস সাহা-র কবিতা

কথাপাখির ভাতফুল

কথাপাখির তন্দুরে পিঠ পেতে
বসে আছে বোবাগাছ
চড়ুইদের ধানখেত পেরিয়ে
এক শূন্য জলাশয়
যোনীতে বসে ধ্যানে মগ্ন
লাল রঙের বক
তুমি বকজননী
নিজের কলিজায় আশ্রয় দিয়েছো
পূর্বজন্মের শত্রুকে
কলিজায় বাস করে
বিচিত্র বয়সের ভাতফুল

কথাপাখি
        
যোনীতে ধারণ করেছে ভাতফুল
বাছ-বিচারহীন পরবাসে
এই উদার উদাসিনতা

তোমাকে সুগন্ধি যোগাবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন