রেজা নুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রেজা নুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ মে, ২০২১

রেজা নুর-এর কবিতা


নিঝুম
-২০ : ভুলে থাকা নয়


ভেবো না
       
ভুলেছি...
               
পথে পথে পাথরের কণা
আলপনা মতো ছড়ানো
আহত পাতা, ফুলের কুঁড়ি ...
অনেক যত্নের নীড়,
কাতর দুটো পাখির ছানা

ডানা মেলবার সময় নয়
হাওয়ায় হাওয়ায় জড়োসড়ো হিম,
কৃত্রিম রোদ মেঘের দেশে বসে ভাবছে বিভোর
এমন কুয়াশা-শীতে কে জাগে?
কে আর আলোর আশায় মিহিন পায়ে,
নূপুরে নূপুরে শিশির মাখায়!

বহুকাল কুমারীর চোখ
দ্যাখেনি পৃথিবী এই
অবাক দৃষ্টির দূরে অজর অন্ধকার...
নীরব তারার মতো একাকী চমকায়,
ঘুম আছে চরাচর জুড়ে
চোখের তারায় শুধু নেই

একদিন ভুলের দেশে
নতুন ঘ্রাণের বেশে
চেনা-ফুল ফোটে অনায়াসে...

পূর্ণ চাঁদের রাত,
মেঘমগ্ন ভোরের
রঙিন-দিন হয়ে ওঠার ক্রমশ-প্রয়াস,
—-
সন্ধ্যার, দিন রয়ে যাবার দীর্ঘ নিশ্বাস :
ঝড়ের পাতার মতো ক্লান্ত...
পথের মতো নিঝুম,
তার অযথা স্বর ।।

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

রেজা নুর

 


নিঝুম- : সাঁতার

কখন যে জলে ভাসতে জেনেছি, মনে নেই,
স্বচ্ছ নিরেট সব তরলে তরঙ্গ তোলা
ঝরণার মতো অনাবিল হয়ে এলো অজান্তে

পুকুরের জল দুহাতের পরতে পরতে
মেলে যায় প্রজাপতির আল্পনাময় পাখার মতো,
ডুবে ডুবে শুনি জলমগ্ন নূপুরের ধ্বনি

দীর্ঘ দীঘি প্রতিদিন বিকেলে
কিশোরীর ডাগর আকুল চোখের আহবানে
ডেকে ডেকে নেয় ...

কী আছে সেই পুরু-পুষ্ট জলের অতলে !
তুলতুলে মিহিন ঢেউয়ের সমতলে
শুধু আমার সাঁতার

নদীও
নারীর মতো একমুখি, পলায়নপর,
সুনিপুণ জলের মোহ বিছিয়ে রাখে
বোঝে না সে, জানে না সে, না মানে সে ...
কী রে মোহন-পুরুষ হয় পর?

বহুদিন চরের ঘাটে
গলাজলে নেমে বুঝেছি স্রোতের দুলুনি
কি নিখুঁত স্বচ্ছ বালুতল !
সাগরের অসীমতা নেই, আয়না মতো আপন,
নির্মল অদূরের শোভন আহবান

গাঢ়-মনে সহসা-সন্তর্পণে
বুকে তুলে নেয় জলজ-প্রেয়সী
শরীরে তার সাত সমুদ্রের টান...

আমার বুকের নিচে নদী
জলের সুতো চিনে চলে প্রান্তর, গ্রাম
অচেনা দিগন্তের বাঁক

মিছে-মনে সে
সংগোপনে, নীরব-নিঝুম
আপাত গোপনে
সয়ে যায়
তনু-সাহারার মধুর দহন ।।