গৌতম হাজরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গৌতম হাজরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

গৌতম হাজরা-র কবিতা

কবিকে

প্রত্যেক কবির জন্য কিছুদিন নির্জনতা ভালো
নির্জন অন্ধকারে সে অন্তত কিছুকাল ঘুমিয়েই থাক
ভেতরে ভেতরে কবি অক্ষরের বলবিদ্যা থেকে
কিছুদিন অন্তত নির্বাসনে যাক

এতদিন যে কবিতা লিখেছেন দু'হাতে, মধ্যরাতে স্বেচ্ছাচারী হয়ে
সেগুলো না হয় থাক তিনহাত মাটি আর নিরালম্ব চিতায়
অনিবার্য অস্তিত্বহীনতায় কবিকে যেতে দিতে হয়
নিরাপদ নিদ্রাভোগে অনিবার্য যেখানে নামে অগ্নিসকাল

অক্ষরের ছাইভস্ম চেয়ে দেখ হাওয়ায় উড়ছে
কবন্ধ বিদ্যুৎ নিয়ে চকমকি হবে আর কতকাল? 
কবিও ধূসর হয়, একদিন মৃত্যুতীর্থ ঘুরে আসার পর
স্মরণীয় রাতে দেখি বৃষ্টিও হাতছানি দেয়! 

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গৌতম হাজরা-র কবিতা

যে লেখা লিখবো বলে

যে লেখা লিখবো বলে কলম পাকালাম
সে লেখা হল আর কই? 
বৃষ্টি দুদ্দাড় করে নামলে ভেবেছিলাম
লিখবো জীবনের গোটা একটা বই। 

হোলো কি? হোলো না তো। হওয়ার আগেই
দেখলাম রক্ত আর চোখের জলে
আত্মবিশ্বাস হারিয়ে অসহায় মানুষগুলো
আশ্রয় নিয়েছে ওই বাদাজঙ্গলে।

এভাবে কি লেখা যায়? ভিটে পোড়া দৃশ্য? 
পেটোর ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশে
ভেঙে যায় অক্ষর আমার অজান্তেই
অদূরে কারা যেন অট্টহাসি হাসে। 

যে লেখা লিখবো বলে চর্তুদিক ঢুড়ে
ফোটাতে চেয়েছিলাম নতুন ফসল
সেখানে আজ দেখি বজ্রপাতের শব্দ
বেনিয়ম, অনাচার আর শব্দছল! 

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

গৌতম হাজরা-র কবিতা

রক্তকরবী

আদ্যিকালের ভাঙা দালানের চাতালে
আজও রক্তকরবী

বাতাসে গন্ধ ভেসে আসে

তখন চোখ দুটো চকচক করে ওঠে
আনমনে ছুঁয়ে দিই দীর্ণ দুটি হাত

দেখি চিরপিপাসার মতো অধীর কৌতুক
আঁকাবাঁকা নকশার মতো উঠে আসে
পাতায় পাতায়

আহ্লাদে উঠে আসি নিঃশব্দে 
লেখার টেবিলে 
                    মগ্ন হই কবির লেখায়!