সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গৌতম হাজরা-র কবিতা

যে লেখা লিখবো বলে

যে লেখা লিখবো বলে কলম পাকালাম
সে লেখা হল আর কই? 
বৃষ্টি দুদ্দাড় করে নামলে ভেবেছিলাম
লিখবো জীবনের গোটা একটা বই। 

হোলো কি? হোলো না তো। হওয়ার আগেই
দেখলাম রক্ত আর চোখের জলে
আত্মবিশ্বাস হারিয়ে অসহায় মানুষগুলো
আশ্রয় নিয়েছে ওই বাদাজঙ্গলে।

এভাবে কি লেখা যায়? ভিটে পোড়া দৃশ্য? 
পেটোর ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশে
ভেঙে যায় অক্ষর আমার অজান্তেই
অদূরে কারা যেন অট্টহাসি হাসে। 

যে লেখা লিখবো বলে চর্তুদিক ঢুড়ে
ফোটাতে চেয়েছিলাম নতুন ফসল
সেখানে আজ দেখি বজ্রপাতের শব্দ
বেনিয়ম, অনাচার আর শব্দছল! 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন