প্রত্ন উচ্চারণ
উড়ছ কোথায় উচ্চারণ, একটু নেমে এসো
বোসো এই শাখাতে, এই কোটরের কাছে
এই যে তোমার ছই-নৌকো, শাপলা পদ্ম বনে
মেঠো আলোয় তেমনই তো, দেখেছ আনমনে
আকাশ কবে প্রান্ত মানে, ডানা ওয়ালা মেঘ
আবেগ ভরা সমুদ্র জানে, অনন্ত উদ্বেগ
তবু যে কোন ঘূর্ণিঝড়ে বাংলা ভাষার দেশ
উড়ছ কোথায় উচ্চারণ, খড়কুটোকে চেনো
নদীর পারে বাজছে বাঁশী, মন দিয়ে তো শোনো
সব আলপথ মুছে যায় নি, সব নাঙলের গান
সব কি আর ঢাকতে পারো, বিরহের আপ্রাণ
একুশ এক গোপন জিহ্বা, স্বপ্ন সাধ বিষাদ
উড়ছ কেন বিড়ম্বনায়, এতো দ্বন্দ্ব দীর্ণ খাদ
আন্তর্জাতিক সুবর্ণ ধোঁয়াশায়, দ্বিধান্বিত তুমি
উড়ছ কোথায় ময়ূরপঙ্খী, দেখো নিচে মাতৃভূমি।
ভালো লাগলো
উত্তরমুছুন