হরেক রঙের কলরবে
যারা দিচ্ছে দিনরাত তা
তাদের আরেক নাম জনার্দন জনতা
বিভিন্ন রঙের বক্তৃতায়
তাদেরই উন্মত্ত জয়গাথা
গাওয়া হয় সভামঞ্চে।
সব প্রতিশ্রুতি অন্তে
মিচকি হাসেন জননেতা
তিনিই দেবতা
দ্বিমুখী চরিত্র নিয়ে
বয়ে চলে বাতাস-বারতা
দিবারাত্রি কত যে জনতার ত্রাতা
মঞ্চে মঞ্চে তাঁরাই বিধাতা
গাইলে পাঁচালী তাঁর
ঝোলা ভরে উঠবে প্রসাদে।
ওদিকে আকাশভরা নীল সাদা মেঘের জটলা
শারদীয়া আহ্বানে
সাজিয়ে তুলেছে তার রূপের এন্তার ছলা কলা।
বাতাস সরিয়ে রেখে
একা হাঁটে দিগভ্রান্ত কবি
চোখে মনে
শিব ও সুন্দরের অনমিত ছবি…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন