ঈশিতা ভাদুড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈশিতা ভাদুড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ঈশিতা ভাদুড়ী-র কবিতা

চেকমেট

আমরা অনেকটা বড় হয়ে গেছি।

আমরা জেনে গেছি দাবার প্রতিটি ছক।

কখন কোন চাল দিতে হবে,

কখন ফেলতে হবে ঘোড়ার দান,

আমরা জেনে গেছি সব।

 

আমরা অনেকটা বড় হয়ে গেছি।

আমরা জেনে গেছি কোন পাত্রে

দিতে হবে কোন সামগ্রী।

কোন পথে রাখা আছে মই,

কোন পথ আসলে ব্লাইন্ড লেন।

আমরা জেনে গেছি সব।

 

আমরা অনেকটা বড় হয়ে গেছি।

কোন জাদুবিদ্যায় কাকে দেব চেকমেট,

আর, কতটুকু গণিত শিখলে ওড়ানো যাবে ধ্বজা,

আমাদের জানা হয়ে গেছে সব।

আমরা দেখে ফেলেছি এঁটোকাঁটা।

কষে নিয়েছি হিসেবনিকেশ।

 

আমরা বড্ড বড় হয়ে গেছি।

 

বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ঈশিতা ভাদুড়ী-র কবিতা


সংকেত 

যে কোন বিপর্যয়ের আগেই সংকেত আসে।

কখনও বুঝি, কখনও বুঝি না আমরা কেউই অনুপম। 

যে কোন পতনের আগেই শব্দ আসে।

কখনও শুনি, কখনও শুনতে পাই না আমরা কেউই অনুপম।

 

কুয়াশার রঙ ধূসর, শূন্যতারও তাই। 

কখনও দেখি, কখনও দেখতে পাই না আমরা কেউই অনুপম। 

ক্রোধ অগ্নিবর্ণগোধূলিও মাখে গায়ে আগুন।

বিষাদের রঙ কালো, অবসাদেরও দুহাতে কালি। 

কখনও দেখি, কখনও দেখতে পাই না আমরা কেউই অনুপম