সংকেত
যে কোন বিপর্যয়ের আগেই সংকেত আসে।
কখনও বুঝি, কখনও বুঝি না আমরা কেউই অনুপম।
যে কোন পতনের আগেই শব্দ আসে।
কখনও শুনি, কখনও শুনতে পাই না আমরা কেউই অনুপম।
কুয়াশার রঙ ধূসর, শূন্যতারও তাই।
কখনও দেখি, কখনও দেখতে পাই না আমরা কেউই অনুপম।
ক্রোধ অগ্নিবর্ণ, গোধূলিও মাখে গায়ে আগুন।
বিষাদের রঙ কালো, অবসাদেরও দুহাতে কালি।
কখনও দেখি, কখনও দেখতে পাই না আমরা কেউই অনুপম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন