শুক্রবার, ২ জুন, ২০২৩
পৃথা দাস-এর কবিতা
শনিবার, ১ অক্টোবর, ২০২২
পৃথা দাস-এর কবিতা
বোধি
যেখানে সংসার গৃহস্থ সুখ
নিত্য দিনের রোজনামচা
দরজা খুলে হাতছানি দেয়
কোন সে একা বাউল মনন
ভিক্ষুবেশে বোধি করুণায়
শূণ্য হাতে শুধুই তিলাঞ্জলি
জীবন ভিক্ষা চাইতে থাকে
পরশপাথর ছড়িয়ে পথে –––
অনিত্য নশ্বরতার ধূলিখেল
বুদ্ধ পথে চেতন জাগে
পদচিহ্ন অনুসরণে
ধম্মপন্থা শরণ ছায়া
লৌকিকতার আশ্রয় তখন
আলোকিত অবলোকিতেশ্বর।।
শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
পৃথা দাস-এর কবিতা
ক্যালেন্ডারের পাতায় সপ্তাহান্ত
আবহে আগমনী কিংবা
কখনও বিসর্জন
আবারও মুহূর্তের আনাগোনা
দুই ভ্রুমধ্যে ত্রিনয়নে ধ্যান বিন্দু
শুধু কপালের চার আঙুলে
অলঙ্ঘ্য নিয়তি, খেলা করে
পল অনুপলে তিল তিল করে
ক্ষয়ে চলে অয়ন, নিঃসীম কালস্রোতে
শেষের অগ্নিসাক্ষী ফুলসাজ
পায়ের ছাপ মুছতে থাকে
থেকে যায় খেলা, কর্পূর গন্ধে
কিছু কথা , কিছু হাসি, কিছু শ্রুতি
অয়ন অন্তে --- ছায়াময়
পথে পড়ে থাকে --- শুকনো পাতা
আর গোপন অশ্রুসজল স্মৃতি ।।
শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
পৃথা দাস-এর কবিতা
পরিবেশ মাত্রা
আকাশের সামিয়ানা
বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
পৃথা দাস-এর কবিতা
পাসওয়ার্ড
একেকটা দিন কেমন মেঘলা হয়ে যায়
জানালার পর্দায় কুয়াশা জমতে থাকে
মেঘপিওনের ই মেল, ট্রমা সেন্টারে
ভুল পাসওয়ার্ড নিয়ে , হিজিবিজি কাটে।
আমার বারান্দায় তখন ছায়া নামে
মোবাইল সোয়াইপেও অনেক ঘনত্ব
ভার্চুয়াল রিয়্যাকশন রিয়্যালিটি শো
হাত নাড়ানো হাতছানি , যেন দাদুর দস্তানা ।
একটু একটু করে মাথা গুনতে থাকি
সিগন্যাল আপ হয়েছে?
কত সবুজ বিন্দু----- জেগে থাকে
আলোচনা, ভালোবাসা, ভালোলাগা
লুকিয়ে রাখা ভালো না লাগা---
রূপোলি মেটালিক পর্দায় পৃথিবী
মুঠোবন্দি মাউস ক্লিক--- সবজান্তা;
পালাতে হবে , হারাতেই হবে
তাড়াতাড়ি খুঁজে নিতে হবে
ভালো থাকার পাসওয়ার্ড ।।